Bangla News Dunia, Pallab : বিজেপি নেতা দিলীপ ঘোষ তাঁর বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্যের কারণেই খবরের শিরোনামে থাকেন। তবে এবার তিনি তাঁর বিয়ে নিয়ে চর্চিত। রাজ্য রাজনীতি থেকে স্যোশাল মিডিয়ায় নানা ধরণের মন্তব্যে ছেয়ে গিয়েছে। শুক্রবার গোধূলি লগ্নে বৈদিক নিয়মে বিয়ে হল দিলীপ ঘোষ ও তাঁরই দলের এক সদস্যা রিঙ্কু মজুমদারের।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন
দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ”প্রথমেই দিলীপবাবু ও যিনি তাঁর সহধর্মিণীকে শুভেচ্ছা। দীর্ঘদিন ধরে সামাজিক কাজের মধ্যে ছিলেন, সঙ্ঘের কাজ করে এসেছেন, তারপর সেটা পাল্টে রাজনৈতিক কাজ। পুরোটাই সাধারণ মানুষদের জন্য কাজ করেছেন। এই ধরনের মানুষ বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকেন, ফলত নিজের দিকটা বা তাঁর পরিবারের দাবি, মা-বাবার দাবি পূরণ সব সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারই মধ্যে নিজের সামাজিক সম্পর্কে আবদ্ধ হচ্ছেন, তার জন্য শুভেচ্ছা।
আধুনিক সময়ে যে ভাবনা-চিন্তাগুলো চলে এসেছে, সেটা মেনেই দেরি হয়ে গেলেও, দুজন পরিণত বয়সের মানুষ, পরিণত বুদ্ধির মানুষ আবদ্ধ হচ্ছে, খুবই আনন্দের কথা। নতুন উদ্যোমে দিলীপদা, সেই আবারও কাজ করতে নামবে। কারণ, দায়িত্ব তো কমে যাওয়ার নয়।