Bangla News Dunia, Pallab : বুধবারই ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। আর এবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে কড়া আক্রমণ শানালেন ট্রাম্প। দুই দেশের অর্থনীতিকে ‘মৃতপ্রায়’ বলে কটাক্ষও করেছেন তিনি।
আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের মধ্যে ‘সর্বোচ্চ শুল্ক’ আরোপ করে থাকে ভারত। তাই দেশটির সঙ্গে ‘খুব কম ব্যবসা’ করে আমেরিকা। এমনকি রাশিয়ার সঙ্গে প্রায় কোনও বাণিজ্যিক সম্পর্কই নেই ওয়াশিংটনের বলে দাবি তাঁর। তাই এই দুই দেশের অর্থনীতি নিয়ে ভাবিত নন বলে জানিয়েছেন তিনি।