দুয়ারে সরকারের পর এবার “আমাদের পাড়া, আমাদের সমাধান!” কী কী সুবিধা মিলবে দেখে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভোট আসতে আর কিছু দিন বাকি। তবে তার মধ্যেই রাজ্যের মানুষের মন জয় করতে কোমর বেঁধে নেমে পড়েছে মমতা ব্যানার্জি। চালু করল নতুন অভিনব সরকারি প্রকল্প—”আমাদের পাড়া, আমাদের সমাধান।” (Amader Para Amader Samadhan) লক্ষ্য একটাই— পাড়ায় পাড়ায় ছোট ছোট সমস্যাগুলিকে সমাধান করা, আর স্থানীয় মানুষের কর্মসংস্থান করে দেওয়া।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

শহর থেকে শুরু করে মফস্বল বা প্রত্যন্ত গ্রাম, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম সমস্যা থাকে। কোথাও বা কলের জল নেই, আবার কোথাও পোল ভেঙে পড়েছে, আবার কোথাও স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে। এগুলি নিয়ে বড় বড় দপ্তরে অভিযোগ জানিয়ে সমাধানও মেলে না। তেমনই স্থানীয় মানুষ অনেক সময় সমস্যার সমাধান পায় না। সেই উদ্দেশ্যেই এবার এই পরিষেবা।

আমাদের পাড়া, আমাদের সমাধান 

আসলে এই প্রকল্পের মূল কথা হল সরকারি পরিষেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, প্রতিটি বুধ ভিত্তিক এলাকায় এবার একটি করে ছোট সরকারি কেন্দ্র বা বুথ গড়ে তোলা হবে। আর এই বুথেই থাকবে সরকারি আধিকারিকরা, যারা পাড়ার মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দেবে।

তবে হ্যাঁ, প্রতি তিনটি বুথ মিলে একটি করে কেন্দ্র গঠিত হবে। আর মোট ৮০ হাজার বুথে প্রায় দুই মাস ধরে চলবে এই প্রকল্প। আর প্রতিটি বুথে একদিন করে থাকবে অফিসাররা। সেখানে আলোচনার মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি অনলাইন পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে ও সমস্যা সমাধানের তথ্য মিলবে।

আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন