Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নড়বড়ে শুরু করেও টুর্নামেন্টে পরের দিকে টানা জয়ের অভ্যাস মুম্বই ইন্ডিয়ান্সের বরাবরের ৷ প্রথম চার ম্য়াচে টানা হেরে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজিরও রয়েছে তাঁদের ৷ চলতি আইপিএলে যেন মুম্বইয়ের সেই ফর্মই পরিলক্ষিত হচ্ছে ৷ প্রথম পাঁচ ম্য়াচের মাত্র একটিতে জয় পাওয়া পাঁচবারের চ্যাম্পিয়ন দল রবিবার ছিনিয়ে নিল টানা পঞ্চম জয় ৷ দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ (দু’বার), চেন্নাই সুপার কিংসের পর রবিবার ঘরের মাঠে ‘পল্টন’দের শিকার লখনউ সুপার জায়ান্টস ৷ রিকেলটন, সূর্যকুমারদের ঝোড়ো ব্য়াটিং সঙ্গে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টদের গতিতে 54 রানে পরাস্ত ‘নবাব’রা ৷
টস জিতে ওয়াংখেড়েতে এদিন জোড়া পরিবর্ত নিয়ে নামা মুম্বইকে ব্যাটিংয়ে ডাকে লখনউ ৷ কর্ণ শর্মা ফেরেন একাদশে ৷ মিচেল স্যান্টনারের পরিবর্তে মুম্বইয়ের হয়ে এদিন অভিষেক হয় করবিন বস্কের ৷ রোহিত শর্মা জোড়া ছক্কা হাঁকিয়ে ফিরলেও আরেক ওপেনার রিকেলটনের ব্য়াটে বিধ্বংসী শুরু হয় মুম্বইয়ের ৷ পাওয়ার প্লে’তে এক উইকেট হারিয়ে 66 রান তোলে তাঁরা ৷ 25 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা রিকেলটনের ইনিংস অবশ্য এরপর লম্বা হয়নি ৷ 32 বলে 58 রানে ফেরেন প্রোটিয়া ওপেনার ৷ মারেন ছ’টি চার এবং চারটি ছয় ৷ উইল জ্যাকস করেন 21 বলে 29 রান ৷
এরপর সূর্যকুমার যাদবের ঝোড়ো ইনিংস বড় রানের দিকে নিয়ে যায় মুম্বইকে ৷ 28 বলে 54 রান করে ‘স্কাই’ যখন আউট হন, দলের রান তখন 17.3 ওভারে 180 ৷ সূর্যর ইনিংসে ছিল চারটি করে চার-ছক্কা ৷ হার্দিক পান্ডিয়া পাঁচ রানে আউট হলেও শেষদিকে নমন ধিরের 11 বলে অপরাজিত 25 রান এবং বস্কের 10 বলে 20 রান মুম্বইকে 20 ওভার শেষে সাত উইকেটে পৌঁছে দেয় 215 রানে ৷ দু’টি করে উইকেট নেন ময়াঙ্ক যাদব ও আবেশ খান ৷ তবে দু’জনেই চল্লিশের উপর রান দিলেন ৷
জবাবে সেই অর্থে লম্বা হল না লখনউয়ের কোনও ব্য়াটারের ইনিংস ৷ শেষ 26 রানে ছয় উইকেট হারিয়ে অসহায় আত্মসমর্পণ পন্তের দলের ৷ দায়িত্বজ্ঞানহীন শট খেলে আফট হওয়ার দায় এড়াতে পারেন না অধিনায়ক নিজেও ৷ উইল জ্যাকসের বল রিভার্স স্যুইপ করতে গিয়ে চার রানে আউট হলেন পন্ত ৷ লখনউয়ের হয়ে সর্বাধিক 22 বলে 35 রান এল আয়ুষ বাদোনির ব্যাটে ৷ 24 বলে 34 রান করেন ওপেনার মিচেল মার্শ ৷ টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা নিকোলাস পুরানও ফেরেন জ্যাকসের বলেই ৷ সবমিলিয়ে 20 ওভারে সব উইকেট হারিয়ে 161 রান তোলে লখনউ ৷
জ্য়াকস জোড়া উইকেট নিলেও বল হাতে সবচেয়ে সফল অবশ্য বুমরা ৷ 22 রান দিয়ে চার উইকেট তুলে নিলেন মুম্বইয়ের ইমপ্যাক্ট ক্রিকেটার ৷ বোল্ট 20 রানে নিলেন তিন উইকেট ৷ দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে দিনের দ্বিতীয় ম্য়াচের বিজয়ী মুম্বইকে টপকে দ্বিতীয়স্থানে উঠবে ঠিকই ৷ কিন্তু ততক্ষণ পর্যন্ত দু’য়ে দুর্ধর্ষ মুম্বই ৷
আরও পড়ুন:- আলু ১০৫ টাকা, চাল ৩৪০ টাকা, ভারতের চালে পাকিস্তানের বাজারে আগুন