Warning: exif_imagetype(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/4e19ba67-20c0-436d-8980-47222ba838b9.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3338

Warning: file_get_contents(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/4e19ba67-20c0-436d-8980-47222ba838b9.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3358

দুর্বল পাসওয়ার্ডেই সর্বনাশ, হ্যাকারদের কবলে ১৫৮ বছরের পুরনো সংস্থা, চাকরিহারা ৭০০

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাত্র কয়েক সেকেন্ডের অপারেশন। তাতেই ধসে গেল ১৫৮ বছরের পুরনো একটি ট্রান্সপোর্ট সংস্থার গোটা ব্যবসা। এক নিমেষে চাকরি হারালেন ৭০০ জন। ঘটনাটি ইংল্যান্ডের। দেড়শো বছরেরও বেশি পুরনো কেএনপি লজিস্টিক্সের সঙ্গে এমনই ঘটনা ঘটিয়েছে সাইবার অপরাধীদের একটি দল। বিবিসির রিপোর্ট অনুযায়ী, সংস্থার কোনও এক কর্মীর পাসওয়ার্ড আন্দাজ করে সংস্থার কম্পিউটার হ্যাক করেছিল অপরাধীরা। তারপরে অভ্যন্তরীণ নানা প্রক্রিয়া স্তব্ধ করে দেওয়া হয়। যাবতীয় তথ্যও এনক্রিপ্টেড করে দেওয়া হয়। পাসওয়ার্ড সংক্রান্ত তথ্য ফাঁসের জেরে এই কাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন কেএনপি-র ডিরেক্টর পল অ্যাবট।

কী ভাবে ধ্বংস হলো গোটা ব্যবসা?

অন্তত ৫০০টি লরি পরিচালনা করে সংস্থাটি। ব্যবসার দুনিয়ায় যে ভাবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখা হয়, তা রেখেও সাইবার ক্রিমিনালদের টার্গেট হয়েছে সংস্থাটি। কেএনপি-র সিস্টেম দখল করে নেয় সাইবার অপরাধীরা। যাবতীয় তথ্য এনক্রিপ্টেড করে দেয়। সংস্থার কর্মীদের থেকে যাবতীয় পরিচালনা ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়। গোটা বিষয়টি আগের অবস্থায় ফিরিয়ে দিতে কেএনপি-র কাছ থেকে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করেছে ওই সাইবার অপরাধীরা। যদিও কোন অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছে, সেটা সামনে আসেনি। তবে সংবাদসংস্থা সূত্রের খবর, অন্তত ৫ মিলিয়ন পাউন্ড মুক্তিপণ চাওয়া হয়েছিল। অত টাকা দেওয়ার ক্ষমতা ছিল না ট্রান্সপোর্ট সংস্থাটির। এর ফলে যাবতীয় তথ্য নষ্ট করে দেওয়া হয়। সেই কারণে অর্ডার নেওয়া, কর্মীদের বেতন দেওয়া থেকে শুরু করে একটি সংস্থা চালাতে যা যা তথ্য ও টাকার অ্যাক্সেস লাগে সব নষ্ট হয়ে যায়। যার জেরে পথে বসতে হয় গোটা সংস্থাটিকে। চাকরিহারা হন সাতশো কর্মী।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, কি কি সুবিধা পাবেন ? জেনে নিন

এর আগেও একই রকম হামলা:

ব্রিটেনের একাধিক ব্যবসায়ী সংস্থা সাইবার অ্যাটাকের নিশানা হয়েছে। ওই তালিকায় রয়েছে M&S, Co-op, Harrods-এর মতো সংস্থা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সিইও রিচার্ড হর্ন। সব ব্যবসায়ী সংস্থাগুলির তাদের তথ্য সুরক্ষিত করার জন্য আধুনিক পদক্ষেপ করার প্রয়োজন বলে মনে করছেন তিনি। তাঁর মতে, হ্যাকারেরা সবসময়ে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে, এমনটা নয়। অধিকাংশ ক্ষেত্রেই ভিক্টিমের তরফে করা কোনও ভুল থেকে আক্রমণের সুযোগ পেয়ে যায় তারা।

আরও পড়ুন:- বঙ্গোপসাগরে তৈরি ‘উইফা’ ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলা ভাসবে ? লেটেস্ট আপডেট

আরও পড়ুন:- শিশুর বিকাশে বাধা হয়ে দাঁড়ায় বাবা-মায়ের এই ভুল, অবশ্যই জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন