দেশবাসীকে বিরাট গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন মোদী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে পরিবারে তেলের ব্যবহার কমানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম নয়, এর আগে ফেব্রুয়ারি মাসে ‘মন কী বাতে’-এর অনুষ্ঠানেও এই একই ভাবে সতর্ক করেছিলেন তিনি। আসলে বিশ্বজুড়ে স্থূলতা এখন বড় বিপদ। ভারতেও বেড়ে চলেছে এই সমস্যা। সেই সমস্যা মোকাবিলাতেই এই বিশেষ পরামর্শ প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

এই বছরের শুরুতে ল্যানসেটের এক গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে ২০৫০ সালের মধ্যে, ভারতের জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি স্থূলতার সমস্যায় ভুগবেন। সেই বিষয়টির উপরেও গুরুত্ব দিয়ে জীবনযাপনের ধারা বদলের পরামর্শ নরেন্দ্র মোদীর। এই বিষয়ে ছোট বদল আনার কথা বলেন তিনি। তাঁর মতে, মাসে ১০% কম রান্নার তেল কিনলে আর প্রতিদিনের খাবারে ১০% কম তেল ব্যবহার করলেই তফাৎটা বোঝা সম্ভব হবে।

লালকেল্লায় এদিন তিনি বলেন, ‘স্থূলতা ভারতের জন্য একটি বিশাল সমস্যা হয়ে উঠছে। গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, প্রতি তিনজনের মধ্যে অন্তত একজন স্থূলকায় হয়ে পড়বে। আমাদের এই স্থূলতার সমস্যা থেকে মুক্তি পেতেই হবে। সেইজন্যই আমি প্রতিটি পরিবারকে ১০% কম তেল কিনতে, ১০% কম তেল ব্যবহার করতে পরামর্শ দিচ্ছি।’

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন