Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির আক্রমণ করলেন উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের বর্তমান আধ্যাত্মিক প্রধান শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তাঁর কথায়, ‘কারও সম্পত্তিতেব কিছু ঘটলে ঠিক যেমন একজন নিরাপত্তারক্ষী প্রথমে দায়ী হন, ঠিক তেমনই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ত্রুটি ঘটলে একই রকম জবাবদিহি করা উচিত সরকারের।’
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য
পহেলগাঁও জঙ্গি হামলায় এতগুলি নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ায় উদ্বিগ্ন শংকরাচার্য। আর এই ঘটনার জন্য নাম না করে তিনি বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘যদি কারও নিজের বাড়িতে কিছু ঘটে, তাহলে সবার প্রথমে দায়ী হন চৌকিদার। একইভাবে, জাতীয় নিরাপত্তার ত্রুটির জন্য দায়ী থাকেন সরকারই।’ এরই সঙ্গে সিন্ধু জল চুক্তি টেনে এনে তিনি আরও বলেন, ‘পাকিস্তানে জল প্রবাহ বন্ধ করতে সক্ষম একটি ব্যবস্থা তৈরি করতে ভারতের কমপক্ষে ২০ বছর সময় লাগবে। সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণকে বিভ্রান্ত করছে। ৭০ বছরেরও বেশি সময় ধরে সিন্ধু নদের জলের সমস্যাটি অমীমাংসিত রয়ে গিয়েছে। দেশের স্বার্থ সুরক্ষিত করার জন্য সরকারি নেতাদের দৃঢ় পদক্ষেপ করা উচিত।’
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতীতে বহুবার নিজেকে ভারতের ‘চৌকিদার’ বলে বর্ণনা করেছেন। এদিন তাঁর নাম না করে শংকরাচার্য যে তাঁকেই কটাক্ষ করেছেন তা নিয়ে কোনও সংশয় নেই। এখন দেখার মোদি কিংবা বিজেপি শিবিরের তরফে পালটা কোনও জবাব আসে কিনা।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান