দ্বাদশ ও একাদশ শ্রেণির সিলেবাসে কাটছাঁট ! দেখুন নয়া সিলেবাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : উচ্চ মাধ্যমিকের সিলেবাস আরও কমল। দ্বাদশ ও একাদশ শ্রেণির নতুন সিলেবাস ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার বিবৃতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, থিওরিতে পূর্ণমান বা ফুল মার্কস ৬০ বা তার কম সেই বিষয় গুলির সিলেবাস একই থাকছে। সঙ্গীত, ফিজিক্যাল এডুকেশন, ভিজু়য়াল আর্টসের মতো বিষয় ছাড়া কমছে অন্যান্য বিষয়ের সিলেবাস।

একাদশের বাংলা বিষয়ে বাতিল হয়েছে স্বামী বিবেকানন্দের লেখা প্রবন্ধ- হাঙর শিকার। থাকছে না কাজী নজরুল ইসলামের কবিতা দ্বীপান্তরের বন্দিনী। গ্যাব্রিয়াল মর্কেজের অনুবাদ গল্পও ছেঁটে ফেলা হয়েছে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, লৌকিক সাহিত্য: ছড়া, ধাঁধা, প্রবাদ শীর্ষক অংশ এবং মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের নাটক আর থাকছে না নয়া সিলেবাসে।

avilo home

ইংরেজি বিষয় থেকে নন্দলাল বসুর একটি গদ্যাংশ, উইলিয়াম ব্লেকের কবিতা ও টুয়েলফথ নাইট নাটক থাকছে না। সংস্কৃত, বিজ়নেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, দর্শন, সাইকোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশিওলজি, নিউট্রিশন, ভূগোল, ইতিহাস, কম্পিউটার সায়েন্সের মতো বিষয় গুলির সিলেবাস কমানোর কথা বিবৃতি জারি করে জানিয়েছে বিদ্যাসাগর ভবন।

এর আগে অগস্ট মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমানোর কথা ঘোষিত হয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গত ৬ অগস্ট শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে, তা চলতি বছরের পদ্ধতিতেই নেওয়া হবে।

পাশাপাশি দশম শ্রেণির প্রধান বিষয়গুলির সিলেবাস অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছেঁটে ফেলা হয়েছে। সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের এক বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন সিলেবাস সম্পর্কে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের সুবিধা হলেও তা তাদের মেধার জন্য কতটা ফলদায়ক হবে, সেই প্রশ্ন অবশ্য রয়েই যাচ্ছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন