ধর্মীয় অনুষ্ঠান চলাকালীনই ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ! ইউক্রেনে মৃত অন্তত ৩১

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় (Russia-Ukraine) কমপক্ষে ৩১ জন ইউক্রেনের নাগরিকের মৃত্যু হল। জখম হয়েছেন অন্তত ৮৪ জন। রবিবার সকালে ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলের সামি শহরে এই হামলা ঘটে। এদিন খ্রিষ্টানদের পবিত্র সপ্তাহের প্রথম দিনে ‘পাম সানডে’ পালন করতে বহু মানুষ শহরের কেন্দ্রে জড়ো হয়েছিল। তখনই ভয়াবহ এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের এক পোস্টে জানা গেছে, নিহতদের মধ্যে ২ শিশু রয়েছে। বিশ্বকে এই হামলার কড়া ভাষায় নিন্দার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। যদিও এই হামলার কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। আমেরিকার মধ্যস্থতায় যখন ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি স্থাপণের একটা চেষ্টা চলছে তখন এই হামলা শান্তি প্রক্রিয়াকে আরও বাধার মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। ঘটনার মর্মান্তিক সব ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতে শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে অসংখ্য মৃতদেহ। দমকলকর্মীরা ধোঁয়া ও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

৩ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন। ইউক্রেন যুদ্ধবিরতির শর্তে রাজি হলেও এখনও রাজি হয়নি রাশিয়া। দুই দিন আগেই এই বিষয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেন। কিন্তু তারপরও এত ব্যাপক হামলায় শান্তিস্থাপণে রাশিয়ার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন