ধোঁয়ায় ঢাকল চারপাশ ! আমেরিকায় অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমেরিকায় (US) বড়সড়ো বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা। শনিবার আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের (Denver International Airport) রানওয়েতে থাকাকালীন আচমকাই আগুন (Fire) ধরে যায় বিমানের ল্যান্ডিং গিয়ারে (Landing gear)। ফলে মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও প্রত্যেককেই দ্রুত জরুরি ভিত্তিতে নিরাপদে বাইরে বের করে আনা হয়। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হয় বিমানটি।

আরও পড়ুন : এই সব খাবার খেলে নষ্ট হতে পারে লিভার, জেনে নিন !

সূত্রের খবর, শনিবার বিকেলে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং বিমানটি ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। বিমানটিতে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। কিন্তু রানওয়েতে আসার পরেই বিমাটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে আগুন লেগে যায়। এরপর ধীরে ধীরে ধোঁয়ায় চারপাশ ঢাকতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করে দেন পাইলটরা। এরপরই জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। যদিও এই ঘটনায় কোনও বড় চোট পাননি কেউ। একজন সামান্য চোট পেয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, আগুনের জেরে চারিদিকে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। এরই মধ্যে আতঙ্কিত যাত্রীরা দ্রুত স্লাইড ব্যবহার করে নীচে নেমে আসছেন। তারপরই দৌড়ে ঘটনাস্থলে থেকে পালাচ্ছেন। এই পরিস্থিতিতে এক যাত্রী নামতে গিয়ে পড়েও যান।

এদিকে, বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, ল্যান্ডিং গিয়ারের টায়ারে রক্ষণাবেক্ষণের সমস্যা থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। যাত্রীদের বিমান থেকে বের করার পর সেটিকে পরিদর্শনের জন্য সরিয়ে নিয়ে গিয়েছে রক্ষণাবেক্ষণ দল। সেই সঙ্গে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) নিশ্চিত করেছে যে, ঘটনাটি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন