Bangla News Dunia, Pallab : বিহার বিধানসভা (Bihar Assembly Election) নির্বাচন নিয়ে এখনই আসরে নামতে চাইছে কংগ্রেস (Congress) এবং আরজেডি (RJD)। সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করবেন তেজস্বী যাদব। চলতি বছর নভেম্বরে নির্বাচন। তাই আগেভাগে সবটা গুছিয়ে নিতে চাইছে এই দুই রাজনৈতিক দল।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন
বিহার বিধানসভা নির্বাচনে ৭০ আসনে প্রার্থী দিতে চায় কংগ্রেস। আবার আরজেডি চাইছে ২০২০-র আসন ভাগাভাগির ফরমুলা নিয়ে এবারে ভাগাভাগি হোক। এই দাবির পেছনে তেজস্বীর যুক্তি, ২০২০-র বিধানসভা ভোটে ৭০ আসনে লড়াই করে কংগ্রেস জিতেছিল মাত্র ১৯টি আসন। আর হাত শিবিরের এই ফলাফলের কারণেই গতবার আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন ক্ষমতা দখল করতে পারেনি। তাদের ভরাডুবির কারণ হিসেবে কংগ্রেসের দিকেই আঙুল উঠেছে। এই পরিস্থিতিতেও কংগ্রেস চাইছে ৭০ আসনে প্রার্থী দিতে। কিন্তু আরজেডির দাবি, রাহুলের (Rahul Gandhi) দলের অত আসনে লড়াই করার মতো সাংগঠনিক শক্তি ও জনভিত্তি নেই, দাবি আরজেডির।
যদিও কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচন তথা আসন সমঝোতা নিয়ে রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা সেরেছেন রাহুল গান্ধি। সেই আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবারের বৈঠকের আয়োজন করা হয়েছে। এখন দেখার এই বৈঠক থেকে কোন সমাধান সূত্র বের হয়।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন