Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকারের তরফে খুশির খবর সবার জন্য। যারা এই রোজ ভ্যালি কাণ্ডে (Rose Valley Scam) ভুক্তভোগী তাঁদের জন্য স্বস্তির খবর শোনালো সরকার। নববর্ষের আগেই টাকা পাঠানোর নয়া ঘোষণা এল সরকারের তরফে। আপাতত ঠিক কী জানা যাচ্ছে? বিশেষ করে ৭.৫ লাখ মানুষ রোজভ্যালি টাকা ফেরত পেতে চলেছেন বলে খবর মিলছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Rose Valley Scam Money Refund
এবার রোজভ্যালি কাণ্ডে (Rose Valley Scam) নয়া মোড়। সরকারের তরফে নেওয়া হল একটি বিশেষ উদ্যোগ। যার দরুণ বিনিয়োগকারীরা ব্যাপকভাবে লাভবান হতে চলেছেন। একদা এই রোজভ্যালি কাণ্ডে ভুক্তভোগী হয়েছিলেন শত সহস্র পরিবার। যারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তাঁরা এবার উপকৃত হতে পারবেন। কেন্দ্রীয় সরকার এবার এক ধাক্কায় ৭.৫ লক্ষ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল। সব মিলিয়ে ৫১৫ কোটি টাকা সকলকে দেওয়া হবে (Rose Valley Money Refund).
জনসাধারণকে টাকা পাঠানোর সিদ্ধান্ত!
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, ৫১৫.৩১ কোটি টাকার ডিমান্ড ড্রাফটটি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের হাতে হস্তান্তর করেছেন বলেই খবর। যিনি কিনা সম্পদ নিষ্পত্তি কমিটির (ADC) চেয়ারম্যান। যা জানা যাচ্ছে, রোজ ভ্যালি কেলেঙ্কারিতে আটকে পড়া বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এই কমিটি নতুন করে গঠন করা হয়েছে।
আর এই পরিমাণ অর্থের মাধ্যমে সব মিলিয়ে মোট ৭.৫ লক্ষ মানুষ তাদের টাকা ফেরত পাচ্ছন। তবে এ নতুন নয়, এর আগেও, ADC-কে ২২ কোটি টাকা দেওয়া হয়েছিল, যার মাধ্যমে টাকা ফেরত পেয়েছিলেন মোট ৩২,৩১৯ জন বিনিয়োগকারী। ইডির তদন্ত থেকে কী জানা যাচ্ছে?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্ত থেকে জানা গেছে যে রোজ ভ্যালি গ্রুপ ১৭,৫২০ কোটি টাকার জালিয়াতি করেছে। কোম্পানিটি তাঁদের কর্মকান্ডে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকদের কাছ থেকে জমি, হোটেলে সময় ভাগাভাগি অথবা উচ্চ সুদের হারের প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ করেছিল। কিন্তু পরে জানা যায়, অনেক ক্ষেত্রেই বিনিয়োগকারীরা জমি পাননি। শুধু তাই নয়, টাকাও ফেরত দেওয়া হয়নি কাউকে। প্রায় ৬,৬৬৬ কোটি টাকা এখনও বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হয়নি।
ইডির সহায়তায়, সম্পদ নিষ্পত্তি কমিটি দ্রুত সম্পত্তির মূল্যায়ন, সার্ভে এবং নগদীকরণ করছে। চেষ্টা চলছে যাতে বিনিয়োগকারীদের তাড়াতাড়ি সম্ভব অর্থ ফেরত দেওয়া যায়। টাকা ফেরত পাওয়ার জন্য এখন পর্যন্ত, প্রায় ৩১ লক্ষ মানুষ নিজেদের রেজিস্টার করেছেন ওয়েবসাইটে।(www.rosevalleyadc.com) তাঁরা দাবি করছেন যে, তাঁরা নাম রেজিস্টার করেছেন। আগামীতে টাকা ফেরত প্রক্রিয়া আরও দ্রুততর হবে বলে মনে করা হচ্ছে।
উপসংহার: সাধারণ মানুষের স্বার্থে রোজভ্যালি কাণ্ডে সমস্যায় পড়া মানুষদের টাকা যত দ্রুত সম্ভব ফেরত দিতে তৎপর হয়েছে সরকার। আর তাই ৭.৫ লক্ষ মানুষকে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করা হল। আগামী দিনে আরো বিস্তারিত এই বিষয়ে জানা যাবে।
আরও পড়ুন:- পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড লোন! জানুন কোন ঋণে আপনাকে কম সুদ গুনতে হবে?
আরও পড়ুন:- সমুদ্রের তলায় ১২ হাজার বছর পুরনো পিরামিড, ইতিহাস কি বদলে যাবে ?