Bangla News Dunia, Pallab : সারা ভারত জুড়ে বর্তমানে ভোটার এশআইআর, এনআরসি ও সিএএ নিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে ডকুমেন্টস খুঁজতে ব্যস্ত সকলেই। এর মধ্যে কানাঘষা খবর পাওয়া যাচ্ছে সরকার নাকি স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করতে চলেছে। সরকার কর্তৃক যদি এই কার্ড শুরু করা হয় তাহলে এই কাটেই যথেষ্ট হবে সিটিজেনশিপ প্রমাণ করার জন্য। তবে এই খবর কথাটা সত্য, কিভাবেই বা এ সিটিজেনশিপ কার্ড পাওয়া যাবে তার জন্য বিস্তারিত দেখুন।
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR
ভারতের নাগরিকত্ব প্রমাণ নিয়ে বিতর্ক এ আর নতুন কিছু নয়। কখনো জাতীয় নাগরিকপঞ্জি (NRC), কখনো আধার ও ভোটার কার্ডের বৈধতা নিয়ে নানা প্রশ্ন— এসব আলোচনায় বারবার উঠে এসেছে “স্মার্ট সিটিজেনশিপ কার্ড” ইস্যুর ধারণা তৈরি করেছে।
সাম্প্রতিক সময়ে ফের এই বিষয়টি রাজনৈতিক ও জনমহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে এসেছে। প্রশ্ন হলো— শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা স্মার্ট কার্ড কি বাস্তবে চালু হতে চলেছে? জানুন বিস্তারিত
বর্তমান বিতর্কের প্রেক্ষাপট
সাধারণত মোদী সরকারের আমলে দুটি বড় জল্পনা বারবার সামনে এসেছে—
- দেশজুড়ে NRC বাস্তবায়ন হবে কি না?
- শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা স্মার্ট কার্ড চালু হবে কি না ?
এদিকে সরকার একাধিকবার ইঙ্গিত দিলেও এখনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। এমনকি সংসদে প্রশ্ন উঠলেও উত্তর এসেছে—
“বর্তমানে এ ধরনের কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না বলে জানানো হয়।”
তবুও সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের Special Intensive Revision (SIR) প্রক্রিয়া শুরু করঋে এবং নতুন জনগণনার প্রস্তুতির প্রেক্ষাপটে, কেন্দ্রের অন্দরে ফের নাগরিকত্ব কার্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে জোরকদমে।
কেন নাগরিকত্ব প্রমাণের জন্য নতুন কার্ডের কথা উঠছে?
বর্তমানে ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য যে ডকুমেন্টগুলো দরকার রয়েছে, সেগুলো নিয়ে অনেক বিভ্রান্তি দেখা যাচ্ছে।
প্রচলিত ডকুমেন্ট | সরকারী অবস্থান |
---|---|
ভোটার কার্ড | নাগরিকত্বের প্রমাণ নয় |
আধার কার্ড | নাগরিকত্বের প্রমাণ নয় |
পাসপোর্ট | নাগরিকত্বের প্রমাণ |
জন্ম সনদ | নাগরিকত্বের প্রমাণ |
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট