সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে (Fort William) এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বিজয় দুর্গে পৌঁছান তিনি। এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে।
গতকালই অসম থেকে কলকাতায় (Kolkata) আসেন প্রধানমন্ত্রী। রাত্রিবাস করেন রাজভবনে। এদিন যান ফোর্ট উইলিয়ামে। বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ সেনার শীর্ষ কর্তাদের। ফোর্ট উইলিয়াম থেকে বিহারের (Bihar) উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর।
প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর এটিই সেনা ও কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক। মূলত প্রতিরক্ষাক্ষেত্রে রূপান্তর ও পরিবর্তন’ সংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। তিন বাহিনীর মধ্যে আরও গভীর সমন্বয় গড়ে তোলা, প্রয়োজনে বাহিনীগুলিতে কাঠামোগত সংস্কারের প্রসঙ্গও আলোচিত হবে।