Bangla News Dunia, Pallab : এমন একটি ব্যবসার খোঁজ নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি মাসে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এজন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র একটি মেশিন কিনলে সেই মেশিন দিয়ে প্রতিদিন আয় করতে পারবেন হাজার হাজার টাকা। আর আপনার তৈরি জিনিসপত্র প্রতিনিয়ত বাজারে ব্যাপক হারে বিক্রি হয়ে থাকে। তাহলে এই বিজনেস স্টার্ট করলে আপনি অতি সহজেই লাখপতি হতে পারবেন। আসুন তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নেওয়া যাক –
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়
ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কম বিনিয়োগে ভালো আয় করার মতো ব্যবসার সন্ধান পাওয়া অনেকের জন্যই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাড়িয়েছপ। এমন একটি ব্যবসার কথা আজ আপনাকে জানাচ্ছি , যেখানে প্রোডাক্ট বা মেশিনটি নতুন নয়, কিন্তু ব্যবসার মডেল নতুন ও অভিনব। একটি মেশিন ব্যবহার করেই সহজে মাসে সাড়ে এক লাখ টাকা আয় করতে পারবেন।
কেন নোটবুক ব্যবসা লাভজনক
শহর থেকে গ্রাম—সব জায়গাতেই পড়াশোনার জন্য এই জিনিসের প্রয়োজন ব্যাপক। স্কুল, কলেজ, কোচিং—সবখানেই নোটবুক ব্যবহৃত হয়ে থেকে। বলপেনের বাজারে বড় বড় ব্র্যান্ডের দাপট থাকলেও নোটবুক ব্যবসায় এখনো অনেক বড় সুযোগ রয়েছে। যদি সঠিক কৌশলে শুরু করা যায়, তবে এই ব্যবসা দীর্ঘমেয়াদে স্থায়ী আয় এনে দিতে পারে আপনার জীবনে বিরাট সাফল্য-
এই ব্যবসার অভিনব মডেল: রদ্দি কাগজের বিনিময়ে নোটবুক
এই ব্যবসার সাফল্যের মূল রহস্য হলো এর ইউনিক অফার । এর জন্য অনলাইনে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে গ্রাহকরা অর্ডার করতে পারবেন। বিশেষ অফার হিসেবে গ্রাহকের বাড়ি থেকে পুরনো খবরের কাগজ, পুরনো বই বা খাতা সংগ্রহ করে তার বিনিময়ে নতুন নোটবুক দিয়ে অতি সহজেই সাফল্য পেতে পারেন।
এই কৌশলে—
- গ্রাহকের জন্য লাভজনক, কারণ পুরনো কাগজের বদলে নতুন নোটবুক পাওয়া যাচ্ছে।
- ব্যবসায়ীর জন্য লাভজনক, কারণ রদ্দি কাগজ বিক্রি করেই আলাদা আয় হবে এবং গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হয়ে থাকে।
রদ্দি কেনার কৌশল: বাজার দরের চেয়ে বেশি
বর্তমানে বাজারে রদ্দির যে দাম চলছে, তার চেয়ে প্রতি কিলো ২ টাকা বেশি দাম দিয়ে রদ্দি কেনা হয়ে থাকবে। এতে গ্রাহকের আগ্রহ আরও বাড়বে। এমনকি এই বাড়তি দামে কিনেও ব্যবসায়ী লাভে থাকবেন ভালোই, কারণ নোটবুকের মূল বিক্রি থেকে বড় মার্জিন পাওয়া সম্ভব।
রিটেইলার ছাড়াই সরাসরি গ্রাহকের কাছে পৌঁছানো
অনেক ব্যবসায় রিটেইলারের মাধ্যমে পণ্য বিক্রি হয়ে থাকে, কিন্তু নোটবুক ব্যবসায় সরাসরি গ্রাহকের কাছে (Direct-to-Consumer) ডেলিভারি করলেই ভালো লাভ হতে পারে। এতে পণ্যের MRP-তে বিক্রি সম্ভব, পাশাপাশি গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ করে থাকবেন।
আরও পড়ুন : বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে