Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অমিত নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। সকালে তাঁর নিথর দেহ পাওয়া গেল বিছানায়। পাশে জ্যান্ত একটা সাপ। চারদিক ছড়িয়ে গেল গুজব, সাপের কামড়ে মৃত্যু! ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, লোকজনও মেনে নিল এই ‘দুর্ভাগ্যজনক মৃত্যু’র গল্প। কিন্তু এখানেই গল্প থেমে থাকেনি। বিষধর সাপটি ১০ বার অমিতকে কামড়েছিল ঠিকই, কিন্তু যা হওয়ার, তা আগেই ঘটে গিয়েছিল। উত্তরপ্রদেশের মেরঠে যে ঘটনা ইতিমধ্যেই ভাইরাল, সেই ঘটনায় হঠাত্ মোড় ঘুরে গেল।
পোস্টমর্টেম রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
যখন রিপোর্ট এল, চিকিৎসকরা জানালেন, অমিতের মৃত্যু সাপের কামড়ে হয়নি, বরং তাঁর গলা টিপে খুন করা হয়েছে। শুরু হল পুলিশি তদন্ত। সন্দেহের তির ঘুরে গেল স্ত্রী রাবিদার দিকে। জিজ্ঞাসাবাদ শুরু হতেই একে একে বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য।
আরও পড়ুন:- গীতাঞ্জলী প্রকল্পে রাজ্য ৩ লক্ষ ৩০ হাজার দিচ্ছে নিজের বাড়ি বানাতে। বিস্তারিত জেনে নিন
প্রেমে বাধা ছিলেন অমিত
জানা যায়, রাবিদার গ্রামেরই এক যুবকের সঙ্গে ছিল অবৈধ সম্পর্ক। এই সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী অমিত। তাই প্রেমিকের সঙ্গে মিলে অমিতকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে রাবিদা। তৈরি হয় শিউরে ওঠার মতো খুনের ছক। একজন সাপুড়ের থেকে বাজারে গিয়ে একটি জ্যান্ত সাপ কেনা হয়। রাতে অমিতকে গলা টিপে খুন করা হয়, তারপর তাঁর দেহের কাছে ছেড়ে দেওয়া হয় সেই সাপ। উদ্দেশ্য, যেন মনে হয় ঘুমের মধ্যে সাপে কেটেছে। এমনকী, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেওয়া হয় ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য।
অপরাধীরা যতই চতুর হোক
কিন্তু শেষরক্ষা হয়নি। পোস্টমর্টেমে আসল সত্য উন্মোচিত হওয়ার পর পুলিশ রাবিদা ও তার প্রেমিককে গ্রেফতার করে। জেরা চলাকালীন তারা খুনের কথা স্বীকারও করে। এই ঘটনা ফের প্রমাণ করে, অপরাধীরা যতই চতুর হোক, আইন থেকে শেষ পর্যন্ত কেউই রেহাই পায় না। প্রেমের জালে জড়িয়ে কীভাবে এক নিরীহ মানুষকে খুন করে তা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার বাস্তব চিত্রই উঠে এসেছে এই মেরঠ কাণ্ডে।
আরও পড়ুন:- চিকিৎসার নামে পাঁচ বছরের শিশুকে সিগারেট খাওয়াল ডাক্তার, জানুন বিস্তারিত