পরপর নিম্নচাপ, বৃষ্টি থেকে রেহাই নেই বাংলার! কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের তৈরি হল নিম্নচাপ। রবিবার বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি করেছে। মঙ্গলবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে কি ফের বাংলার আকাশে দুর্যোগ?

পরপর নিম্নচাপের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি ওড়িশা-অন্ধ্রপ্রদেশ সীমানা বরাবর দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। সংশ্লিষ্ট এলাকাটি বাংলা থেকে অনেকটাই দূরে। ফলে এই নিম্নচাপ যথেষ্ট গভীর হলেও তা বাংলায় সরাসরি কোনও প্রভাব ফেলবে না। তা সত্ত্বেও কলকাতা, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোথাও হাল্কা তো কোথাও ভারী বর্ষণ চলছে। এমনটা কেন হচ্ছে?

এর জবাবও দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ও ঘন মেঘ দক্ষিণবঙ্গের উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করছে। তার প্রভাবেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলবে না বঙ্গবাসীর। কারণ আবহাওয়াবিদদের পূর্বাভাস, বাংলার উপকূলের কাছেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও কয়েকটা দিন। চলতি সপ্তাহেই শেষ দিকেই তৈরি হবে এই দ্বিতীয় নিম্নচাপটি। এমনটাই রয়েছে পূর্বাভাস।

চলতি সপ্তাহে কোথায়-কবে বৃষ্টি?
সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১৫ জেলার প্রায় প্রতিটিতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে বলে পূর্বাভাস। এরপর ফের দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি থাকবে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- মাত্র ১২ টাকায় পাবেন ৩ লাখ টাকার সুবিধা। দুর্দান্ত স্কিম চালু করলো এই ব্যাংক

আরও পড়ুন:- ‘গুজরাত ফাইলস করার দম হল না ?’ বিবেককে তোপ কুণালের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন