পর্যটকদের ‘টার্গেট’ করে অনলাইন বুকিংয়ে প্রতারণার ফাঁদ ! জানুন প্রতারণা থেকে বাঁচার উপায়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

cybercrime

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অত্যাধুনিক প্রযুক্তি, উন্নতমানের আর্থিক লেনদেনের সুবিধায় বর্তমানে কোথাও ঘুরতে যাওয়ার আগে হোটেল বা যাতায়াতের টিকিট বুকিং এক নিমেষে হয়ে যায় ৷ স্টেশনের টিকিট কাউন্টারে লম্বা লাইন এখন অতীত ৷ চারধাম যাত্রা হোক কিংবা কেদারনাথের হেলিকপ্টার বুকিং, সবটাই এখন সম্ভব অনলাইন ৷ আর সেখানেই বিপত্তি ৷ প্রতারণার ফাঁদ পেতে বসে রয়েছে প্রতারকরা ৷ শনিবার একটি বিবৃতি প্রকাশ করে দেশবাসীকে সেই নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা Indian Cyber Crime Coordination Center বা 14C ৷

জনস্বার্থে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, “পুণ্যার্থী ও পর্যটকদের লক্ষ্য় করে দেশজুড়ে অনলাইন প্রতারণাচক্র গড়ে উঠেছে ৷ মূলত, আকর্ষণীয় ভুয়ো ওয়েবসাইট, হোয়াটসঅ্য়াপ, ফেসবুক পোস্ট এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্য়মে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে ৷” এমনকী, গুগল সার্চ ইঞ্জিনকে কাজে লাগিয়েও প্রতারণা করা হচ্ছে ৷ সুতরাং, অনলাইনে কোনও বুকিংয়ের সময় আর্থিক লেনদেনের আগে সতর্কতা মেনে চলতে হবে ৷

আরও পড়ুন:- ২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন। বিপদে পড়তে না হলে জেনে নিন

কোন কোন ক্ষেত্রে সবথেকে বেশি প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ?

14C-এর তরফে বলা হয়েছে, সাধারণত কেদারনাথ বুকিং এবং চারধাম যাত্রার জন্য হোটেল বা গেস্ট হাউস বুকিংয়ের ক্ষেত্রে এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন পর্যটক বা পুণ্যার্থীরা ৷ এমনকী, অনলাইন ক্যাব বা ট্যাক্সি বুকিং, ধর্মীয় স্থান ভ্রমণ বা লম্বা ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রেও প্রতারণার শিকার হচ্ছেন ৷

প্রতারণা থেকে বাঁচার উপায় কী ?

সাইবার ক্রাইম কেন্দ্রের দাবি, বিভিন্ন সোশাল সাইট বা ভুয়ো ওয়েবসাইটে এই ধরনের আকর্ষণীয় অফার দেখে হোটেল বা ট্য়ুর প্যাকেজ বুকিং করে ফেলেন সাধারণ মানুষ ৷ টাকা দেওয়ার পর যোগাযোগ করা যায় না ৷ এরপর কোনও কিছুর বোঝার আগেই প্রতারণার শিকার হন সাধারণ মানুষ ৷ তবে, কিছু সতর্কতা মেনে চললে এই ধরনের প্রতারণা এড়িয়ে যাওয়া সম্ভব ৷

14C-এর তরফে বলা হয়েছে,

  • কোনও আর্থিক লেনদেনের আগে ওয়েবসাইটটি ভালো করে যাচাই করে নিয়ে হবে ৷
  • গুগল, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে হঠাৎ ভেসে আসা লিঙ্কে ক্লিক করা যাবে না ৷
  • বুকিংয়ের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটগুলি ব্যবহার করা উচিৎ ৷
  • ভুয়ো বা প্রতারণামূলক ওয়েবসাইট নজরে এলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়ে বা 1930 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে হবে ৷
  • কেদারনাথে হেলিকপ্টার বুকিংয়ের জন্য https://www.heliyatra.irctc.co.in এই সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে হবে ৷
  • সোমনাথ মন্দির দর্শনে গেস্ট হাউস বুকিংয়ের জন্য মন্দির ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট https://somnath.org ব্যবহার করতে হবে ৷আরও পড়ুন:- ১১ কোটি প্যান কার্ড বাতিল! জানুন প্যান আধার লিংক না করলে কী কী বিপদ হবে?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন