Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঠিক কীভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা? কত জন জঙ্গি হামলা চালায়? এই নিয়ে নানা মুনির নানা মত। পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও ১ জন কাশ্মীরির মৃত্যুতে নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্ন তুলেছে। এই আবহে জঙ্গি হানার প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্তদের বয়ানের ভিত্তিতে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এল।
জানা গিয়েছে, গত ২২ এপ্রিল হামলার সময় বৈসরন উপত্যকা থেকে পালানোর উপায় ছিল না পর্যটকদের। কারণ, ওই দর্শনীয় স্থানের প্রবেশ ও বাহির পথ আগলে ছিল সশস্ত্র জঙ্গিরা। প্রবেশ পথ দিয়ে এসেছিল দুই জঙ্গি। এক জঙ্গি দাঁড়িয়েছিল বাহির পথের গেটে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেদিন আরও এক জঙ্গি ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামে পরিচিত বৈসরন উপত্যকা লাগোয়া জঙ্গলে লুকিয়ে ছিল। তবে ৩ জন জঙ্গিই গুলি চালিয়েছিল। ৩ জন জঙ্গির মধ্যে ২ জন ভারতীয় সেনার পোশাকে ছিল। অন্যজন কাশ্মীরি পোশাক পরে ছিল।
প্রথম এগজিট গেটে গুলি চালানো হয়েছিল। গুলির শব্দে সেই সময় পর্যটকরা আতঙ্কে দৌড়ে এন্ট্রি গেটের দিকে যান। তবে সেখানেও ২ জঙ্গি ছিল। সেখানে অতর্কিতে হামলা চালায় তারা।
কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলার রব উঠেছে সর্বত্র। কাশ্মীরে জঙ্গি দমন অভিযান শুরু হয়েছে। বেশ কয়েক জন জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত-পাক সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন:- মেয়েরা ছেলেদের থেকে কানে শোনে বেশি, কারণটা জেনে নিন