Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) নিয়ে বহু প্রতীক্ষিত মামলা অবশেষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে। এই মামলাটি ইতিমধ্যেই শীর্ষ আদালতে ১৫ বার শুনানির তালিকায় উঠলেও, প্রত্যেকবারই তা দুই বিচারপতির বেঞ্চে ছিল। এবার প্রথমবার তিন বিচারপতির বেঞ্চে শুনানির তারিখ নির্ধারিত হওয়ায় কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !
মহার্ঘ ভাতা মামলার আপডেট
সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সাম্প্রতিক ‘কজ লিস্ট’ অনুযায়ী, ২২ এপ্রিল (মঙ্গলবার) ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।
- এই কজ লিস্টে ডিএ মামলাটি ৫ নম্বর বেঞ্চে রয়েছে।
- ক্রম তালিকায় মামলাটি রাখা হয়েছে ৫১ নম্বরে।
- তবে মামলাটির পাশে উল্লেখ রয়েছে: “Taken up high on the board”, অর্থাৎ গুরুত্ব দিয়ে উপরের দিকে শুনানি হতে পারে।
আগের শুনানির সংক্ষিপ্ত ইতিহাস
এই মামলাটি সর্বশেষ শুনানি হয়েছিল ২৫ মার্চ, যেখানে বিচারপতি সঞ্জয় কারোল উপস্থিত ছিলেন। সেদিন বিস্তারিত শুনানি না হলেও, পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছিল ২২ এপ্রিল। আদালতের তরফ থেকে জানানো হয়েছিল, যেন মামলাটি কজ লিস্টে উপরের দিকে রাখা হয়।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন