Bangla News Dunia, Pallab : পহলগামে জঙ্গি হামলার ভারত-পাক সম্পর্কে অবনতি ঘটেছে। এমন আবহেই এবার রাফালে মেরিন জেট কেনার জন্য ফ্রান্সের সঙ্গে ৬৩,০০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারত। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর জন্য ফ্রান্স থেকে ২৬টি রাফালে মেরিন জেট কিনবে ভারত। জলসীমায় নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। সোমবার অর্থাৎ আজ দিল্লির নৌসেনা ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হবে। সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, চুক্তির বাস্তবায়নে নৌসেনার শক্তি বৃদ্ধি হবে এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কও মজবুত করবে। ২০২৯ থেকে ২০৩১ সালের মধ্যে ওই ২৬টি রাফালে ভারতে সরবরাহের সম্ভাবনা রয়েছে। সেগুলি রাখা হবে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যে। গত ৯ এপ্রিল নৌবাহিনীর জন্য ২৬টি রাফালে মেরিন বিমান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান