Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্ত রয়েছে ৷ এমন বিতর্কিত দাবি করে বিপাকে পড়েছেন অসমের এক বিধায়ক ৷ তার এহেন মন্তব্যের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ ওই বিধায়ক আমিনুল ইসলাম অসমের বিরোধী এআইইউডিএফ (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) দলের ৷ এরপর বৃহস্পতিবার বিকেলে দেশদ্রোহিতার অভিযোগে তাকে তার নগাঁওয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷
এদিকে এই ঘটনা সামনে আসতেই ইসলামের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে এআইইউডিএফ ৷ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, “আমি অসম পুলিশকে নির্দেশ দিয়েছি কেউ যদি পাকিস্তানকে সমর্থন করে, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে ৷ সেই অনুযায়ী বিধায়ক আমিনুল ইসলামকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ আমি আবারও বলছি, কাউকে রেয়াত করা হবে না ৷” তিনি আরও বলেন, “ওই বিধায়ক এমন কিছু বলেছেন, যাতে অসমের মানুষ ক্ষুব্ধ হয়েছে ৷ ওই ভিডিয়ো আমি দেখেছি ৷ সেখানে পাকিস্তানকে (পহেলগাঁও জঙ্গি হামলায়) সমর্থন করা হয়েছে ৷”
আরও পড়ুন:- এবার থেকে পরা যাবে না সেনার পোশাক, হতে পারে জেলও, বিস্তারিত জেনে নিন
নগাঁওয়ের এসপি স্বপ্ননীল দেকা ইটিভি ভারতকে বলেন, “বিধায়ক আমিনুল ইসলামকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ৷ তার বিরুদ্ধে নগাঁও সদর থানায় মামলা দায়ের হয়েছে ৷ সে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন ৷ তাকে বৃহস্পতিবারই নগাঁও সদর থানায় পেশ করা হয়েছে ৷ তাকে নগাঁও থানায় জেরা করা হবে ৷”
23 এপ্রিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিন ঢিং এলাকায় সে একটি সভায় বলে, “আমি বিশ্বাস করি যে, 2018 সালে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় বিজেপি সরকার যুক্ত ছিল ৷ সেবার 40 জন বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে ৷ এইভাবে 2019 সালে বিজেপি মেরুকরণ করে ভোটে জিতেছিল ৷ এই পহেলগাঁও জঙ্গি হামলার নেপথ্যেও নরেন্দ্র মোদি সরকারের চক্রান্ত রয়েছে ৷ সরকার যদি সত্য উদঘাটনে ব্যর্থ হয়, তাহলে আমাদের বিশ্বাস করতেই হবে যে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দু’জনে এই দু’টি হামলার নেপথ্যে ষড়যন্ত্র করেছিলেন ৷”
আরও পড়ুন:- ‘সিন্ধুর প্রতিটি জলের বিন্দু আমাদের’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের