Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ের জঙ্গিহানার পর একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি । বুধবার রাত 9টা নাগাদ বিদেশ মন্ত্রকের তরফে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রেক্ষিতে একাধিক কড়া পদক্ষেপের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি । এই বৈঠকেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ভারত।
বিদেশ সচিব বলেন, সিসিএস (নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি) এই হামলার তীব্র নিন্দা করেছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। পাশাপাশি, হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশের সরকার এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে এবং তাদের পক্ষ থেকে জোরালো সমর্থন পাওয়া গিয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার প্রতিফলনে এই ধরনের সমর্থনের প্রতি সিসিএস কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, “সিসিএস-কে দেওয়া ব্রিফিংয়ে সন্ত্রাসবাদী হামলার আন্তঃসীমান্ত সংযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের সফল আয়োজন এবং অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়নের দিকে এর অবিচল অগ্রগতির ফলে এই আক্রমণটি করা হয়েছে।”
আরও পড়ুন:- হৃদরোগের ঝুঁকি কমাতে ও হার্ট সুস্থ রাখবেন কিভাবে ? জেনে নিন সেরা পাঁচটি উপায়।
তিনি জানান, এই জঙ্গিহানার গুরুত্ব উপলব্ধি করার পর, সিসিএস নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে:
- 1960 সালের সিন্ধু নদের জল চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অবিচলভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাহার করে।
- ইন্টিগ্রেটেড আটারি চেকপোস্টটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। যারা বৈধ অনুমোদন নিয়ে সীমান্ত অতিক্রম পেরিয়েছেন, তারা 01 মে 2025 সালের আগে ওই পথ দিয়ে ফিরে আসতে পারবেন।
- SAARC ভিসা অব্যাহতি প্রকল্প (SVES) ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। অতীতে পাকিস্তানি নাগরিকদের দেওয়া যে কোনও SVES ভিসা বাতিল বলে গণ্য হবে। SVES ভিসার আওতায় বর্তমানে ভারতে থাকা যে কোনও পাকিস্তানি নাগরিকের ভারত ছাড়ার জন্য 48 ঘণ্টা সময় দেওয়া হচ্ছে।
- নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা/সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের Persona Non Grata ঘোষণা করা হয়েছে। তাদের ভারত ত্যাগের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে ভারত তাদের নিজস্ব প্রতিরক্ষা/নৌ/বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করবে। সংশ্লিষ্ট হাইকমিশনের এই পদগুলি বাতিল বলে গণ্য করা হবে। উভয় হাইকমিশন থেকে পরিষেবা উপদেষ্টাদের পাঁচজন সহায়ক কর্মীকেও প্রত্যাহার করা হবে।
- 2025 সালের 1 মে থেকে কার্যকর হাই কমিশনের সামগ্রিক সদস্য সংখ্যা আরও কমিয়ে বর্তমান 55 থেকে তা 30-এ নামিয়ে আনা হবে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ১০,০০০ এর বেশি রেশন ডিলার নিয়োগ ! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানুন