পারদ জমে মৃত্যু পর্যন্ত হতে পারে, বাংলার এই ২ মাছ খাওয়া থেকে সাবধান

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যতই মাছ ভালোবাসুন না কেন, এই ২ মাছ ছাড়া বাকি সব খান। নয়তো বিপদ ঘনাতে পারে।

তাদের জেনে রাখা উচিত কোন কোন মাছ উপকারের বদলে অপকার করতে পারে। এরপরই খাওয়া উচিত।

মাছ মানেই প্রোটিনের পাওয়ার প্যাক তা নয়। বাংলারই কিছু মাছ স্বাস্থ্যের জন্য অপকারী। দেখে নিন সেগুলির মধ্যে কী আছে?

কিছু মাছ আছে যেগুলি বেশি খেলে পেটে পারদের স্তর পড়ে যায়। তাই এসব মাছ যতটা সম্ভব এড়িয়ে চলুন।

সবার প্রথমে আছে ম্যাকরেল মাছ। এতে ভিটামিন-এ এবং ভিটামিন-ডি থাকে ও পারদ থাকে। তাই এই মাছ খেলে পেটে পারদ জমা হতে থাকে যার ফলে একাধিক বিপজ্জনক রোগ হতে পারে।

টুনা মাছে ভিটামিন বি-৩ , বি- ১২, বি-৬ , বি-১, বি-২ এবং ভিটামিন ডি-এর মত মাল্টি ভিটামিন থাকে। এতেও পারদ খুব বেশি থাকে।

একই ভাবে ক্ষতি করে সার্ডিন মাছ।

এবার এর মধ্যেই আছে বাংলার দুটি মাছ একটি বাসা মাছ। যার তৈরি ফিশ ফ্রাই, পাতুরি এখন ভেটকির বদলে খাওয়ানো হয়। ভেটকি নাকি বাসা তা কেউ ধরতেই পারেন না। এই বাসাতেও প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এটি হাঁপানি ও কোলেস্টেরলে খাওয়া উচিত নয়।

এরপর আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া খামারে চাষ হয়। এদের হাঁস-মুরগির বিষ্ঠা খাওয়ানো হয়। এটি খেলে রোগজীবাণু তেলাপিয়ার শরীরে ঢোকে। আর সেই মাছ খেলে হৃদরোগ, পক্ষাঘাত, হাঁপানি হয়। হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।

আরও পড়ুন:- ‘নতুন ভারত’ গড়ার দিশা, ৭৯তম স্বাধীনতা দিবসে PM মোদীর ১০ বড় ঘোষণা দেখুন

আরও পড়ুন:- দেদার AC, ফ্রিজ, কুলার চালানোর পরও আসবে কম বিল, জেনে নিন উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন