Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড লোন? এই একটি প্রশ্ন সকল মানুষের মধ্যে থাকে যখন তারা ঋণ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন। আর এখন এই দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে নিজের রোজগারের টাকায় খরচ সামলে অন্য কিছু করা খুবই কষ্ট সাধ্য হয়ে উঠেছে সকল মানুষদের কাছে আর এই জন্য অনেকেই তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ (Instant Personal Loan) নিয়ে থাকে ব্যাংক বা কোন না কোন NBFC সংস্থার পক্ষ থেকে।
পার্সোনাল লোন বনাম ক্রেডিট কার্ড লোন
আবার অনেক মানুষ আছেন যারা নিজেদের সঞ্চয় করা অর্থ ভাঙিয়ে অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন। কিন্তু এমন অনেক সময় আসে, যখন কোন গুরুত্বপূর্ণ প্রয়োজনে এক সঙ্গে অনেক গুলো টাকার দরকার পড়ে যায়। যেহেতু নির্দিষ্ট মেয়াদের আগে কোন ফিক্সড ডিপোজিট থেকে টাকা তোলা সম্ভব হয় না, এর জন্য সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য অনেকেই লোনের খোঁজ করে থাকেন।
কম সুদে ব্যাক্তিগত ঋণ কোথায় পাবেন?
এক সঙ্গে অনেক গুলো মোটা টাকা লোন পাওয়ার জন্য বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়। বর্তমানে ক্রেডিট কার্ডের মাধ্যমেও লোন পাওয়া যায়। অনেক ব্যক্তি লোন নিতে ভয় পান, কারণ লোনের টাকা পরিশোধ করার সাথে সাথে সুদ টানতে হয় বলে। আজকের এই প্রতিবেদনে কোন প্রতিষ্ঠান থেকে লোন নিলে আপনাকে কম সুদ দিতে হবে সেই ব্যাপারে আলোচনা করা হবে।
ব্যাক্তিগত নাকি ক্রেডিট কার্ড কোন ঋণ নিলে ভালো হবে?
১) আপনি যদি কোন ব্যাংক থেকে ব্যাক্তিগত লোন নিতে চান তাহলে আপনাকে সেই ব্যাংকের গ্রাহক হতে হবে।
২) অন্য দিকে ক্রেডিট কার্ড লোন নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে গ্রাহক হওয়ার প্রয়োজন হয় না।
৩) আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে লোন নেন তাহলে লোন পরিশোধ করার পর আবার আপনি লোন নিতে পারবেন।
Personal Loan vs Credit Card Loan
৪) কিন্তু ব্যাংকের পার্সোনাল লোনের ক্ষেত্রে একবার লোন নিয়ে পরিশোধ করা হয়ে গেলে আপনাকে আবার লোন নিতে হলে নতুন করে আবেদন করতে হবে।
৫) ব্যাংকের থেকে পার্সোনাল লোন নিতে হলে আবেদনকারীর ক্রেডিট স্কোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ৬) আপনাদের ক্রেডিট স্কোর ভালো হলে কম সুদের হারে ঋণ পেতে পারেন।
৭) ক্রেডিট কার্ডে লোন নিলে গ্রেস পিরিয়ডের সময় পাওয়া যায় অর্থাৎ লোন পরিশোধ করার জন্য গ্রাহককে কিছুদিন অতিরিক্ত সময় দেওয়া হয়।
৮) এর মধ্যে যদি গ্রাহক সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারেন তাহলে সুদ ছাড়াই লোন মেটানোর সুযোগ পেয়ে যাবে। এই সুবিধা শুধুমাত্র ক্রেডিট কার্ডের লোন নিলেই প্রযোজ্য।
৯) লোন নিলে ব্যাংকে আবেদনকারীকে বিভিন্ন ডকুমেন্ট দেখাতে হবে। ক্রেডিট কার্ড থেকে ঋণ নিলে এই রকম ডকুমেন্ট দেখানোর কোন রকম ঝামেলা নেই।
সব পর্যালোচনা করলে এই টুকু বোঝা যাচ্ছে আপনার যদি খুব বেশি টাকার প্রয়োজন না হয়, তাহলে ক্রেডিট কার্ড লোন আপনার জন্য লাভ জনক। এর কারণ আপনি যদি গ্রেস পিরিয়ডের মধ্যে টাকা পরিশোধ করতে পারেন, তাহলে আপনাকে সুদ ছাড়াই টাকা পরিশোধ করার একটা সুযোগ পাচ্ছেন। কোন রকম ডকুমেন্ট ছাড়াই খুব সহজেই লোন পেয়ে যাবেন। যদি আপনার এক সঙ্গে অনেক টাকা দরকার পড়ে তাহলে ব্যাংকের থেকে পার্সোনাল লোন নিলেই ভালো।
আরও পড়ুন:- ভিন রাজ্যের অশান্তির ছবি দেখিয়ে মুর্শিদাবাদের নামে প্রচার করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের
আরও পড়ুন:- ওষুধে ৫০% থেকে ৯০% ছাড় । কোন জায়গা থেকে কিনবেন দেখুন