Warning: exif_imagetype(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/59918c3a-897f-4d2e-a44c-a2c516c47837.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3338

Warning: file_get_contents(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/59918c3a-897f-4d2e-a44c-a2c516c47837.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3358

পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বড় সুখবর! পিএম স্কলারশিপ স্কিমে (PM Scholarship Scheme) এর মাধ্যমে শিক্ষার্থীরা এবার পেতে পারেন সর্বোচ্চ ৭৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। যারা উচ্চ শিক্ষায় আগ্রহী এবং যাদের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। এবারে এই সরকারি স্কলারশিপ (Government Scholarship 2025) সম্পর্কে জেনে নেওয়া যাক।

পিএম স্কলারশিপ স্কিম কী?

এই স্কলারশিপটি মূলত কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, যার মাধ্যমে দেশের প্রাক্তন সেনা, আধা সামরিক বাহিনী বা পুলিশ কর্মীদের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মূল লক্ষ্য হলো শিক্ষা ক্ষেত্রে সুযোগ তৈরি করে ছাত্র ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া।

কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে?

পুরুষ পড়ুয়ারা বছরে ৩০,০০০ পর্যন্ত পেতে পারেন, মহিলা পড়ুয়ারা বছরে ৩৬,০০০ পর্যন্ত পাবেন, সর্বোচ্চ ৭৫,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা মিলতে পারে নির্দিষ্ট কোর্স অনুযায়ী। আর এই টাকা পাওয়ার জন্য ব্যাংক একাউন্ট থাকা আবশ্যক নইলে টাকা ঢোকানো হবে না।

আরও পড়ুন:- সুপ্রিম কোর্ট খুলতেই পশ্চিমবঙ্গের ডিএ মামলা নিয়ে বড় খবর। সাঁড়াশি চাপে রাজ্য সরকার

এই স্কলারশিপ কারা পেতে পারে?

যোগ্যতার কিছু গুরুত্বপূর্ণ শর্ত সম্পর্কে জেনে নিন – আবেদনকারীর বাবা, মা সেনা, আধা সামরিক বা পুলিশ বাহিনীতে কর্মরত বা শহিদ হয়েছেন, ছাত্র বা ছাত্রীকে কম পক্ষে ৬০% নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে, আবেদনকারীকে AICTE, UGC অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

কী কী কোর্সের জন্য প্রযোজ্য?

এই স্কলারশিপটি মূলত পেশাগত কোর্সের জন্য প্রযোজ্য, যেমন – ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মাসি, ডেন্টাল, BBA, BCA, MBA ইত্যাদি। স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এই সম্পর্কে আরও কিছু তথ্য পেয়ে যাবে পড়ুয়ারা আর এবারে আবেদন করার সঠিক পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।

আবেদন করার পদ্ধতি ও নথিপত্র

PM Scholarship Scheme-এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হয়ে থাকে। আবেদন করতে হলে আপনাকে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে – প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান, “PMSS” সেকশনে ক্লিক করে “New Application” অপশনে যান, প্রয়োজনীয় তথ্য পূরণ করে সমস্ত নথিপত্র আপলোড করুন, সবশেষে আবেদন জমা দিন এবং রসিদ ডাউনলোড করে রাখুন।

দরকারি ডকুমেন্টস

পরিচয়পত্র আধার কার্ড, ভোটার কার্ড, মার্কশিট (দ্বাদশ শ্রেণি), অ্যাডমিশন প্রুফ, ব্যাংকের পাস বুক, শহিদ পিতা মাতার সার্টিফিকেট। আবেদন যাচাই ও অনুমোদনের পর প্রতি শিক্ষাবর্ষের শেষে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। আবেদন গ্রহণ হলে প্রার্থীকে ইমেল ও SMS এর মাধ্যমে জানানো হয়।

উপসংহার

বর্তমানে শিক্ষার খরচ অনেক বেড়ে গেছে। অনেক মেধাবী পড়ুয়া শুধুমাত্র আর্থিক সমস্যার জন্য স্বপ্নপূরণে ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম (PM Scholarship Scheme 2025) সেই বাধা কাটিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে কার্যকর ভূমিকা পালন করছে।

আরও পড়ুন:- দেশে কেন হার্ট অ্যাটাক-স্ট্রোকে মৃত্যু বাড়ছে? ICMR-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন