পুতিন-জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্প ! উদ্যোগী ওয়াশিংটন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Ukrainian President Volodymyr Zelenskyy) সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই বৈঠকের মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Russian President Vladimir Putin) ফোন করেন তিনি। এরপর জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠকের প্রস্তাব (Bilateral meeting) দেন ট্রাম্প। তাতে রাজি হয়েছে দুই পক্ষই। সেই সঙ্গে রশিয়া ও ইউক্রেনের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠকেরও (Trilateral meeting) প্রস্তাব রেখেছেন ট্রাম্প। অর্থাৎ সেই বৈঠকে পুতিন, জেলেনস্কির পাশাপাশি হাজির থাকবেন ট্রাম্প নিজেও।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কির পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান। ওয়াশিংটনে ভারতীয় সময় রাত সাড়ে ১০টার পর ওই বৈঠক শুরু হয় বলে খবর। এই বৈঠকেও চূড়ান্ত কোনও রফাসূত্র না মিললেও এটিকে প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের দিকে একটি ‘প্রাথমিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

বৈঠকের পরই ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ন্যাটোর মহাসচিব মার্ক রুট সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে ওভাল অফিসে বৈঠক খুব ভালো হয়েছে। বৈঠকে আমরা ইউক্রেনের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছি। এব্যাপারে ইউরোপীয় দেশগুলি তাদের সহমত জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে সবাই খুব খুশি।’

এরপরই বৈঠক চলাকালীন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করার কথা জানিয়ে ট্রাম্প লেখেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছি। পুতিন ও পুতিনের মধ্যে একটি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট স্থানে সেই বৈঠকের ব্যবস্থাও শুরু করা হয়েছে।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘পুতিন ও জেলেনস্কির একান্তে বৈঠকের পর একটি ত্রিপাক্ষিক বৈঠকও করা হবে বলে আশা করা হচ্ছে। যেখানে দুই দেশের প্রেসিডেন্ট এবং আমি উপস্থিত থাকব।’ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ জানান ট্রাম্প।

প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন। তবে সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসেন ট্রাম্প। এরপর জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন। এরপর দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠকের পর ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হয় কি না, সেটাই দেখার।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন