Bangla News Dunia, Pallab : শুক্রবার আলাস্কায় মুখোমুখি বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার গভীর রাতে (ভারতীয় সময়) তিন ঘণ্টা ধরে চলা এই ফলপ্রসূ বৈঠকে উঠে এল ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধানসূত্র। বৈঠকের পর দুই রাষ্ট্রনেতাই এটিকে ‘ফলপ্রসূ’ এবং ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?
শনিবার এই বৈঠক সম্পর্কে পুতিন বলেন, “আমি বলব, এই সফর অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর ছিল। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, তবে প্রধানত ইউক্রেন সংকটের সমাধান নিয়েই কথা হয়েছে।” তিনি আরও জানান যে, এই স্তরের ‘খোলামেলা’ আলোচনা বহুদিন ধরে হয়নি। ট্রাম্প প্রশাসনের ইউক্রেন যুদ্ধ বন্ধের অবস্থানকে সম্মান জানিয়ে পুতিন বলেন, “আমরা স্বাভাবিকভাবেই মার্কিন প্রশাসনের অবস্থানকে সম্মান করি। ওরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে চায়। আমরাও চাই। আমরা শান্তিপূর্ণ উপায়ে সব রকম সমস্যার সমাধানের দিকে এগিয়ে যেতে চাই।” পুতিনের মতে, এই আলোচনা দুই দেশকেই প্রয়োজনীয় সিদ্ধান্তের আরও কাছাকাছি নিয়ে আসবে।
বৈঠকে ইউক্রেন যুদ্ধের কোনও চূড়ান্ত সমাধানসূত্র বের না হলেও, ট্রাম্প আশাবাদী। বৈঠকের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এখন বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর নির্ভর করছে। তাঁকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে।” আগামী সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব।
আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR