Bangla News Dunia, Pallab : বুধবার চাকরিহারারা প্রতিটি জেলায় ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন। জেলা থেকে কলকাতা এই বিক্ষোভের ফলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে কসবার বিক্ষোভ (Kasba Case)। পুলিশের বিরুদ্ধে শিক্ষকদের ওপর লাঠিচার্চের অভিযোগ ওঠে। অবশেষে এই ঘটনায় সংবাদ মধ্যমের সামনে মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma)। তাঁর কথায়, ‘পুলিশের ওপর প্রথম ওরাই চড়াও হয়। ঘটনা সামাল দিতে পালটা মৃদু লাঠিচার্চ করেছে পুলিশ।’
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
এদিন মিছিল করে কসবায় ডিআই অফিস (DI Office) অভিযানে যান চাকরিহারারা। মিছিল অফিস চত্বরে পৌঁছতেই তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও কথা কাটাকাটি শুরু হয় চাকরিহারাদের। এরপর তাঁদের ওপর লাঠিচার্চ করায় অচৈতন্য হয়ে পড়েন অনেকেই। সংবাদ মাধ্যমের সামনে তাঁরা বলেন, ‘যাদের হাতে বেত থাকার কথা আজ তাঁদের লাঠি দিয়ে মার খেতে হচ্ছে।’
ঘটনা প্রসঙ্গে সিপি বলেন, ‘পুলিশের (Police) উপর প্রথম চড়াও হয়েছে। চার জন পুলিশ কর্মী জখম হয়েছেন। দু’জন মহিলা পুলিশ কর্মীও জখম হয়েছেন। আমাদের কাছে সেইসব ভিডিও ফুটেজ রয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে।’
এদিকে, সিপির মন্তব্য শোনার পর এক চাকরিহারা শিক্ষক বলেন, ‘এসি রুমে বসে বসে অনেক কথাই বলা যায়। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রি প্ল্যানড এটা। আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল। ওরা আমরা এসে পৌঁছানোর আগেই মারা শুরু করল। এমনভাবে মারল, লাঠিটাই ভেঙে গেল। তারপরও লাথি-চড়-ঘুষি দিতে থাকে।’
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন