Bangla News Dunia, Pallab : রাজ্যে চাকরিপ্রার্থীদের নজর এখন কলকাতা হাইকোর্টের শুনানির দিকে। কারণ বহুল চর্চিত প্রাথমিক শিক্ষকের (SSC Scam) ৩২ হাজার নিয়োগ মামলার শুনানি হতে চলেছে আগামী ২৮শে এপ্রিল। হ্যাঁ, বহু টানাপোড়েন, বিচারপতির পরিবর্তন, আদালত থেকে সুপ্রিম কোর্ট, বিভিন্ন ধাপ অতিক্রম করে অবশেষে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হতে চলেছে নতুন বেঞ্চে।
আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন
কী নিয়ে এই মামলা?
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মামলার মূল অভিযোগ ছিল অ্যাপটিটিউড টেস্ট না দিয়ে শিক্ষক নিয়োগ, সংরক্ষণ নীতির সঠিক প্রয়োগ না করা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি। আর এই সমস্ত যুক্তিকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ থেকে ৩২ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মামলার শুনানি
তবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি স্থগিত রেখেছে। তবে মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে আইনজীবীর তরুণজ্যোতি তিওয়ারির ডিভিশন বেঞ্চে চূড়ান্ত পর্বের শুনানির দাবি করেন।
হয়েছে বিচারপতি পরিবর্তন
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ৭ই এপ্রিল এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। কারণ বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণে এই মামলাটি থেকে সরে দাঁড়ান। আর এরপর প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞান মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন। আর সেখানে আগামী ২৮শে এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি