Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মানুষের জীবনে বিভিন্ন সমস্যার জন্য প্রেম ও বিবাহিত জীবনে সম্পর্কে ফাটল ধরে। এই ফাঁটল প্রেম ও বিবাহে বিচ্ছেদ পর্যন্ত করাতে পারে আবার বিভিন্ন সময় তা বিচ্ছেদ করিয়ে ও থাকে। তবে জ্যোতিষ মতে , প্রেম বিবাহের ভাঙ্গন থেকে রাখা পেতে কিছু বাস্তুর টিপস মেনে চলা উচিত। কারণ বাস্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকে। বাস্তুতে দোষ থাকলে মানুষের জীবন উথাল – পাতাল করে দিতে পারে।
তাই সময় থাকতেই প্রেম ও বিবাহে ভাঙ্গন রোধে বাস্তুর কিছু সহজ নিয়ম পালন করা যেতে পারে। এতে আপনার জীবনে একটি পজিটিভ পরিবর্তন দেখা দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক বাস্তুর এই সহজ নিয়ম গুলি।
আরো পড়ুন :- জীবনের প্রতি পদে বাঁধা ? এই টোটকা মেনে কাটিয়ে উঠুন সমস্যা
১. সংসারে যদি সর্বদা ঝড়গা ও অশান্তি লেগে থাকে তবে প্রধান দরজায় সাদা গণেশের মূর্তি রাখুন। এতে বাড়িতে নেগেটিভ এনার্জি যেমন প্রবেশ করতে পারবেনা ,তেমন নেগেটিভ এনার্জি দূর হবে।
২. শোবার ঘরে দরজার দিকে মুখ করে খাট না আর খাটে বেডশিট ছেড়া পাতবেন না। এতে দাম্পত্য কলহ বৃদ্ধি পায়।
৩. মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে প্রতিদিন প্রধান দরজার সামনে বা তুলসী তলায় দিন , খুব ভালো ফল পাবেন।
৪. বেডরুমে কোনো ভগবানের ছবি রাখবেন না।
৫. বেডরুমে কখনো নৌকা ডুবির ছবি রাখবেন না , এতে কলহ বৃদ্ধি পাবে।
৬. বাড়ির বাস্তু উন্নতির জন্য প্রতিদিন পুজো দেবার পূর্বে গঙ্গার জল ও দুধ মিশিয়ে বাড়িতে ছিটান।
আরো পড়ুন :- বাড়িকে কু-নজর থেকে মুক্ত রাখতে , মানুন বাস্তুর এই সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)