প্লট বরাদ্দে দুর্নীতি ! শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। ঢাকার একটি আদালতের বিচারক মহম্মদ জাকির হোসেন মঙ্গলবার সকালে এই আদেশ দেন।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় গত রবিবার শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ১০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে বরাদ্দ করা প্লটের দুর্নীতির অভিযোগ বিষয়ে গত বছর ২৬ ডিসেম্বর তদন্ত শুরু হয়। অভিযোগ, দুর্নীতি করে শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাঁদের পরিবারের সদস্যদের নামে ৬০ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এই মামলায় এবার পরোয়ানা জারি হল হাসিনার বিরুদ্ধে।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন