ফের চাকরি হারানোর ভয়ে ৩২ হাজার শিক্ষক ! জানুন কবে শুরু হাইকোর্টে শুনানি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ৩২ হাজার প্রাইমারি চাকরি নিয়ে ফের ধোঁয়াশা। অবশেষে ৩২ হাজার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাইকোর্টের নির্দেশে।ফের চরম উৎকণ্ঠায় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের এক বিশাল অংশ। ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ আবার অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। ২০১৪ সালের প্রাথমিক TET (Teacher Eligibility Test) নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই আদালতের নির্দেশে একাধিক তদন্ত চলছে। এ অবস্থায়, আগামী ২৮ এপ্রিল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে শুরু হতে চলেছে এই মামলার চূড়ান্ত শুনানি।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

দুর্নীতির গোড়ায়: কী হয়েছিল ২০১৪ সালের টেট পরীক্ষায়?

২০১৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না, মেধাতালিকায় অযোগ্য প্রার্থীরাও স্থান পায়—এমনই অভিযোগ ওঠে আদালতে। এই অভিযোগের ভিত্তিতেই ২০২৩ সালের ১৬ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ৩২ হাজার নিয়োগ বাতিলের। যদিও এটা পরবর্তীকালে স্থগিত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে।

এই রায়ে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বহু শিক্ষক আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই রায়ে স্থগিতাদেশ দিলেও, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ৩২ হাজার পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও জারি হয়। বিষয়টি পরবর্তীকালে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, যেখানে নতুন নিয়োগে স্থগিতাদেশ দিয়ে মামলাটি আবার হাইকোর্টে পাঠানো হয়।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া: PIL নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

সাম্প্রতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। মঙ্গলবার এক সভায় তিনি বলেন, “যারা চাকরি খাচ্ছে, তাদের নয়—যারা চাকরি দেবে, তাদের উপর ভরসা করুন। PIL করে করে বাংলার সর্বনাশ করছে।” মমতা আরও দাবি করেন, “৩৫ হাজার শিক্ষক ছাঁটাইয়ের ষড়যন্ত্র চলছে।” তাঁর অভিযোগ, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং জনগণের প্রকৃত স্বার্থ কেউ দেখছে না।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন