বদলে গেল জন্মাষ্টমীর ছুটি ! কবে জেনে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার জন্মাষ্টমী উপলক্ষে ছুটির দিন পরিবর্তন করেছে। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, ছুটিটি ১৫ই আগস্ট, ২০২৫ (শুক্রবার) নির্ধারিত ছিল। তবে, নতুন বিজ্ঞপ্তি অনুসারে, এই ছুটি এখন ১৬ই আগস্ট, ২০২৫ (শনিবার) পালন করা হবে। এই পরিবর্তনের ফলে রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির জন্য একটি দীর্ঘ সপ্তাহান্তের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

এই সিদ্ধান্তটি অর্থ দপ্তরের (অডিট শাখা) বিজ্ঞপ্তি নম্বর 3037-F(P2) -এর মাধ্যমে ১৪ই আগস্ট, ২০২৫ তারিখে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, উপলব্ধ তথ্যের ভিত্তিতে রাজ্য সরকার এই নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং N.I. Act, 1881 অনুযায়ী ১৬ই আগস্ট, ২০২৫ তারিখটিকে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

কারা এই ছুটির আওতায় পড়ছেন?

এই ছুটি নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির জন্য প্রযোজ্য হবে:

  • সমস্ত রাজ্য সরকারি অফিস
  • স্থানীয় সংস্থা (Local Bodies)
  • সংবিধিবদ্ধ সংস্থা (Statutory Bodies)
  • বোর্ড, কর্পোরেশন এবং রাজ্য সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত সংস্থা
  • সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় সহ)
  • পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য সমস্ত অফিস/প্রতিষ্ঠান

এই ছুটির ফলে রাজ্য সরকারি কর্মচারীরা একটি অতিরিক্ত ছুটির দিন পাচ্ছেন, যা তাদের জন্মাষ্টমীর উৎসব ভালোভাবে পালন করতে এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে সাহায্য করবে। যেহেতু ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই একটি জাতীয় ছুটি, এবং তার পর রবিবার আরো একটি ছুটি পাবেন, তাই পরপর তিন দিন ছুটি পাওয়ায় অনেকেই ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন