WB Krishak Bandhu Scheme Update: পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর, আগামী কিছুদিনের মধ্যে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা একাউন্টে ঢুকতে চলেছে। তবে এবারে কৃষক বন্ধু, প্রকল্পের টাকা ঢোকার ক্ষেত্রে বেশ কিছু সতর্ক জারি করেছেন রাজ্য সরকার। এই নির্দেশ গুলো না মেনে চললে আগামী কৃষক বন্ধু টাকা নাও ঢুকতে পারে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এবার থেকে যে সমস্ত কৃষক বন্ধুদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক নেই তাদের টাকা ঢুকবে না। তাই আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকলে অতিসত্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বরটি যুক্ত করুন।
রাজ্যের কৃষি দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাদের আধার নম্বর লিঙ্ক নেই তাদের অ্যাকাউন্টে এবার থেকে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাই যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আধার নম্বর যুক্ত নেই তারা কিভাবে তা বুঝবেন? আধার নম্বরযুক্ত না থাকলে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে আধার নম্বর যুক্ত করবেন? সমস্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
আধার নম্বর যুক্ত আছে কিনা কিভাবে বুঝবেন ?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দু কিস্তির মাধ্যমে বছরে ন্যূনতম ৪ হাজার টাকা প্রদান করা। সরকারি নির্দেশ অনুযায়ী আধার নম্বর লিঙ্ক না থাকলে এই টাকা এবার থেকে প্রদান করা হবে না। তাই আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধান নম্বর লিঙ্ক রয়েছে কিনা তা জানতে গেলে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে আপনাকে krishakbandhu.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করতে হবে। আপনার ভোটার আইডি কার্ডের নম্বর, মোবাইল নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। সেখানে আপনি স্পষ্ট দেখতে পাবেন আপনার আধার নম্বর সংযুক্ত আছে কিনা।
আধার নম্বর যুক্ত না থাকলে কি করবেন ?
উপরে উল্লেখিত নির্দেশ অনুযায়ী আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার নম্বরযুক্ত না থাকলে অতিসত্বর আধার নম্বর যুক্ত করুন। নয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার একাউন্টে আর ঢুকবেন না। আধার নম্বরযুক্ত করতে সরাসরি ব্লক কৃষি দফতরে যেতে হবে। ব্লক অফিসে যাওয়ার সময় আপনাকে নিন্মলিখিত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ১.কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস কপি। ২.ভোটার আইডি কার্ডের জেরক্স কপি। ৩.আধার কার্ডে জেরক্স কপি। ৪.জমির সর্বশেষ রেকর্ডের জেরক্স কপি। ৫.নিজের মোবাইল নম্বর এবং আধার সংযোজন ফর্ম।
কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য একটি কৃষি-সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্প চালু হয়েছিল ২০১৯ সালে। পরে ২০২১ সালে এটি রূপান্তরিত/পুনর্লোচিত হয়েছে। পরিকল্পনাটি রাজ্যের কৃষকদের জন্য জমি মালিক, বিভাজক (sharecropper / বর্গাদার) দুই ধরনের কৃষকই এর আওতায় আসতে পারেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর নামে জমি থাকা বা ভাগ জমি (sharecropper / bargadar) হিসেবে পাট্টাধারী হতে হবে। কৃষকের বয়স ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদন করা যায় অনলাইন অথবা অফলাইনে। অনলাইনের জন্য অফিসিয়াল পোর্টাল রয়েছে। আবেদন ও রেজিস্ট্রেশনের পর টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হয়।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














