Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 10 বছরের মধ্যেই বলিউড তথা ফিল্মি কেরিয়ারকে বিদায় জানালেন সুনীল শেঠ্ঠী কন্যা আথিয়া শেঠ্ঠী (Athiya Shetty) ! সম্প্রতি এক সংবাদমাধ্যমে বাবা সুনীল শেঠ্ঠীর (Suniel Shetty) সাক্ষাৎকারে উঠে এসেছে তেমনই বক্তব্য ৷ সিনেমা জগতকে ‘টা টা বাই বাই’ আথিয়ার ৷ স্বামী-কন্যা নিয়েই নিজের বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে প্রস্তুত ‘হিরো’ ছবির নায়িকা !
চলতি বছর মার্চেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আথিয়া ৷ মেয়ের নাম রেখেছেন ইভারা ৷ এখন তিনি খুদেকে নিয়েই ভীষণ ব্যস্ত ৷ সাধারণত, সিনে তারকারা মা হওয়ার পর ফিল্ম জগত থেকে একটা বিরতি নেন ৷ তারপর ফের কাজে যোগ দেন ৷ আথিয়া ব্যতিক্রমী ৷ তিনি নাকি জানিয়ে দিয়েছেন, আর সিনেমা জগতে ফিরবেন না ৷
সুনীল এক সাক্ষাৎকারে মেয়ের অভিনয় কেরিয়ার প্রসঙ্গে জানিয়েছেন, আথিয়া আর সিনেমা করতে ইচ্ছুক নয় ৷ সুনীলের কথায় মেয়ে জানিয়েছে, “বাবা, আমি আর অভিনয় করতে চাই না ৷ সি জাস্ট লেফট ৷ আমি সত্যিই কুর্নিশ জানাতে চাই ওকে, এই যে বলার ক্ষমতা, আমার আর ইচ্ছা নেই সিনেমা করার ৷ মোতিচুর চাকনাচুর সিনেমার করার পর অনেকগুলো ছবির প্রস্তাব এসেছিল তাঁর কাছে ৷ কিন্তু ও জানিয়ে দেয়, আমি আর সিনেমা করতে চাই না ৷ আমি এমনই ভালো আছি ৷”

রাহুলের সঙ্গে বিয়ে আথিয়ার (এএনআই)
কিছুজিন আগেই সুনীলের ছেলে আহান সিনেমা জগতে পা রেখেছএন ৷ আইকনিক ওয়ার ড্রামা ছবি ‘বর্ডার 2’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আহান শেঠ্ঠীকে ৷ 2015 সালে সলমন খান প্রযোজিত ‘হিরো’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আথিয়া ৷ তাঁর বিপরীতে দেখা গিয়েছিল আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলিকে ৷ সেই ছবি বক্সঅফিসে মেজর হিট করে ৷ তারপর খুব বেশি ছবিতে দেখা যায়নি আথিয়াকে ৷
আরও পড়ুন:- আগামী এক বছরে কতটা বাড়বে সেনসেক্স? মরগ্যান স্ট্যানলির রিপোর্টে কি বলছে জেনে নিন

রাহুল ও মেয়ের সঙ্গে আথিয়া (এএনআই)
আনিজ বাজমির ‘মুবারাকা’ ছবিতে দু’বছর পর অভিনয় ৷ কিন্তু অসফল হন বক্সঅফিসে ৷ 2018 সালে এক মিউজিক ভিডিয়োতে দেখা যায় আথিয়াকে ৷ এরপর 2019 সালে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে ‘মোতিচুর চকনাচুর’ সিনেমায় শেষ দেখা যায় আথিয়াকে ৷ এরপর 2023 সালের 23 জানুয়ারি ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আথিয়া ৷ 2025 সালের 24 মার্চ মেয়ে ইভারার জন্ম দেন তিনি ৷
আরও পড়ুন:- আমের রাজা হিমসাগর, আসল হিমসাগর কীভাবে চিনবেন? জেনে নিন