বাংলায় নতুন আতঙ্কের নাম লেপ্টোস্পাইরা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলায় নতুন আতঙ্কের নাম লেপ্টোস্পাইরা ! জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন প্রশাসনও। জ্বর, পেটের সমস্যা সহ একাধিক উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের রিপোর্ট সামনে আসার পর চিকিৎসকদেরও চোখ কপালে। বৃহস্পতিবার রাতে পাওয়া খবর অনুযায়ী, লেপ্টোস্পাইরোসিসে রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। বুধবার পর্যন্তও সংখ্যাটা ছিল ৭৩। রাতে সেই সংখ্যা ছুঁল ১৪৪। ইঁদুর থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেকর মারি সহ ৮টি গ্রামে ইতিমধ্যে ৭৩ জন লেপ্টোস্পাইরোসিস বা ইঁদুর-জ্বরে আক্রান্ত ছিলেন। বুধবার ওই গ্রাম থেকে নতুন করে আরও ৯১ জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেই রিপোর্ট বৃহস্পতিবার এসে পৌঁছয়। রিপোর্ট দেখে চোখ কপালে ওঠে স্বাস্থ্যকর্তাদের

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন