Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর মুসলিম ভোট ব্যাঙ্ক। অতীতে যে ভোট বামেদের দিকে যেতো, কিছুটা যেত কংগ্রেসের দিকেও, সেই ব্যাঙ্ক এখন প্রায় পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দিকে। অন্তত ২০২১ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত এটাই ছবি।
সামনে আরেকটি বিধানসভা নির্বাচন আসছে। ২০২৬ সালের ভোটেও তৃণমূল কংগ্রেসের পাখির চোখ মুসলিম ভোট। ভোটমুখী বাংলায় বর্তমানে ঠিক কত শতাংশ মুসলিম জনসংখ্যা, একবার দেখে নেওয়া যাক। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে। কী বলছে সেই রিপোর্ট? ইতিহাসের দিকে তাকালে ১৯৪৭ সালে দেশভাগের পরে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ছিল ১২ শতাংশের আশেপাশে।
আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।
পশ্চিমবঙ্গের ধর্মীয় জনসংখ্যা ঘিরে যে পরিসংখ্যান উঠে আসছে, তা শুধু সংখ্যার খেলা নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতার দিকেও ইঙ্গিত করে।
২০১১ সালের জনগণনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ছিল ২৭.০১% (প্রায় ২.৪৬ কোটি)। সেই তুলনায় হিন্দু জনসংখ্যা ছিল ৭০.৫৪%। তবে ২০২৫ সালের জন্য নির্ধারিত আনুমানিক হিসাব বলছে, মুসলিম জনসংখ্যা ৩.৪ কোটির কাছাকাছি পৌঁছতে পারে।
মুর্শিদাবাদ: বাংলাদেশের সীমান্তবর্তী এই জেলা ২০১১ সালেই ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ (৬৭%)। অনুমান বলছে, ২০২৫ সালের মধ্যে তা ৭০ শতাংশে পৌঁছে যেতে পারে।
মালদা: এই কৃষিপ্রধান জেলায় ২০১১ সালে মুসলিম জনসংখ্যা ছিল ৫১.২৭%। ২০২৫-এ তা বেড়ে হতে পারে ৫৫%।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর: উত্তর দিনাজপুরে ২০১১ সালে মুসলিম জনসংখ্যা ছিল ৪৯.৭২%, দক্ষিণে ২৪.৫৭%।
বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের মধ্যে উত্তর দিনাজপুরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন