বাংলায় ৭১ টি মেডিক্যাল কলেজকে নোটিশ ধরাল কেন্দ্র, কারণ কি ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভয়ানক তথ্য় সামনে এল। মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে পশ্চিমবঙ্গের ৭০টিরও বেশি মেডিক্যাল কলেজ প্রয়োজনীয় মান পূরণ করতে পারেনি। সেই মেডিক্যাল কলেজগুলিকে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এক লিখিত জবাবে বলেছেন যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩৪টি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আরও ৩৭টি কলেজকে চিহ্নিত করা হয়েছে। যেগুলিতে নির্ধারিত পরিষেবায় ত্রুটি রয়েছে। এই ত্রুটিগুলির মধ্য়ে রয়েছে পর্যাপ্ত ফ্যাকাল্টি না থাকা, পরিকাঠামোগত ঘাটতি এবং ক্লিনিক্যাল প্যারামিটারগুলিতে ত্রুটি।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) ওই সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ত্রুটি থাকা কলেজগুলিকে ২০২৪-২৫ সালে জরিমানা করা হয়েছিল। ২০২৫-২৬ সালে MBBS আসন রিনিউ করার জন্য কেবল শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছিল বলে প্যাটেল উল্লেখ করেছেন। মন্ত্রী আরও জানিয়েছেন যে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অনুমোদন ছাড়াই সঞ্জীবন হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কাজ করছিল। সেই কারণে ১৯ মে একটি নোটিশ জারি করা হয়েছিল।

একই দিনে NMC-এর আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড (UGMEB) স্টেকহোল্ডারদের জন্য একটি সতর্কতা জারি করে। তাতে অনুমোদন ছাড়াই চলা মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে সতর্ক করা হয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলি মিথ্যাভাবে সরকারি স্বীকৃতি পাওয়ার দাবি করে এবং আইনি অনুমোদন ছাড়াই মেডিক্যাল কোর্সে ভর্তির প্রস্তাব দিয়ে পড়ুয়া ও অভিভাবকদের বিভ্রান্ত করছিল।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের টানা ছুটি ঘোষণা। আগস্ট মাসের ছুটির তালিকা দেখে নিন।

আরও পড়ুন:- কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে নতুন করে তৈরি হবে, আবার কবে স্বাভাবিক হবে পরিষেবা ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন