বাংলার বাড়ির লিস্ট ডাউনলোড করুন | Banglar Bari List 2026 West Bengal

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Banglar Bari List 2026 West Bengal: বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। যে ১৬ লক্ষের নাম PWL লিস্টে ছিল তাদেরকে ২০২৬ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে।

এছাড়াও অতিরিক্ত আরো ৫০০০০ উপভোক্তাকে বাড়ির টাকা দেওয়া হবে। এই ৫০ হাজার বাড়ির মধ্যে কারা পড়ছেন মূলত যারা পঞ্চায়েতে, বিডিও অফিসে, এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প লাইনে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন।

বর্তমানে প্রতিটি পঞ্চায়েতে বাড়ির টাকা কারা পাবেন সেই লিস্ট পাঠানো হয়েছে । যে সমস্ত উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প লাইনে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন তাদের নামের লিস্টও পঞ্চায়েতে পাঠানো হয়েছে।

অনেক উপভোক্তা কে পঞ্চায়েত থেকে ফোন করে ভেরিফিকেশন করা হচ্ছে । আপনার নাম বাড়ি পাবার লিস্টে রয়েছে কিনা কিভাবে চেক করবেন, লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।

আরও পড়ুন:- প্যান কার্ড আধার কার্ড লিংক অনলাইন আবেদন | Pan Card Aadhar Card Link

২০২৬ সালে বাংলার বাড়ি টাকা কবে দেবে:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা জানুয়ারি মাসের প্রথম -দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে।

কতজন উপভোক্তা বাড়ির টাকা পাবেন:-

দ্বিতীয় পর্যায় বাংলার বাড়ি প্রকল্পে ১৬ লক্ষ উপভোক্তা PWL লিস্টে যাদের নাম ছিল তারা টাকা পাবেন ।এছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন এই রকম ৫০০০০  উপভোক্তা বাড়ির টাকা পাবেন ।

বাড়ি পাবার জন্য কিভাবে আবেদন করবেন:-

যারা এখনো বাড়ির টাকা পাননি তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে বাড়ি বাবার আবেদন করতে পারেন । সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারটি হল- 9137091370

সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির লিস্ট ডাউনলোড করুন (Banglar Bari List 2026 West Bengal):- CLICK HERE

(এই ফাইলটি অনেক বড় তাই ডাউনলোড হতে সময় লাগবে, ধৈর্য ধরে ডাউনলোড করবেন)

আরও পড়ুন:- বাংলার বাড়ির লিস্ট সব জেলার দেখুন | Banglar Bari List 2025 West Bengal

আরও পড়ুন:- চিটফান্ডের টাকা ফেরত কারা পাবে নামের লিস্ট ডাউনলোড করুন | Chit Fund Refund List Download

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন