বাংলা ও ভূগোলের ফাইনাল আনসার কিতে ভুল স্বীকার করলো! স্কুল সার্ভিস কমিশন পুনরায় রেজাল্ট প্রকাশ – Md 360 News Portal

By Bangla News Dunia Desk - Pallab

Published on:





সম্প্রতি প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের ( ssc) একাদশ দ্বাদশ শ্রেণীর ‘ফাইনাল মডেল আনসার’ এ ভুল হয়েছে দাবি করলেন নিজেরাই। অবহেলা যেন পিছু ছাড়ছে শিক্ষা ব্যবস্থায়। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন-র (SSC) ভুল হয়েছে দাবি করলেন নিজেরাই। শুক্রবার রাত তথা ৭ নভেম্বর প্রকাশিত হয় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। কিন্তু ফলাফল প্রকাশ হলেও খুশি হয়নি বহু যোগ্য চাকরিহারা ও হবু শিক্ষক-শিক্ষিকারা।

২০১৬ সালের নিয়োগে ব্যাপক দুর্নীতি দেখা যাওয়ার পর, এবার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্কুল সার্ভিস কমিশন প্রথমে ‘মডেল আনসার কি’ প্রকাশ করেন এবং লিখিত পরীক্ষার রেজাল্টের সঙ্গে ‘ফাইনাল মডেল আনসার’ও প্রকাশ করেন অফিশিয়াল ওয়েবসাইটে। এবং সেই ‘ফাইনাল আনসার কি’-তে ভুলে ভরা ছিল।
একাধিক পরীক্ষার্থীদের দাবি, ভূগোল, বাংলা সহ আরও কিছু বিষয়গুলিতে একাধিক ভুল উত্তর রয়েছে। এবং প্রশ্ন ভুলের অভিযোগেই এবার মামলা করা হয়েছিলো হাইকোর্টে। আজ তিনদিন স্কুল সার্ভিস কমিশন তাদের ভুল স্বীকার হবার বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা এবং ভূগোল বিষয়ে কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর ভুল প্রকাশিত হয়েছিল। এবং সংশোধনের পর এই দুই বিষয়ে নতুন করে রেজাল্ট প্রকাশ করা হবে । নতুন সংশোধিত উত্তর অনুযায়ী, একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা-র প্রশ্ন নং ১২-এর সঠিক উত্তর B, এবং ভূগোল প্রশ্ন নং ৬ ও ৩৩-এর সঠিক উত্তর C হবে বলে কমিশন জানায়।

কিভাবে WBSSC SLST রেজাল্ট চেক করবেন, দেখুন – 

১) প্রথমে আপনাকে wbsschelpdesk এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। 

২) এরপর View Result in respect of 2nd SLST(AT), 2025 লেখার নিচে থাকা Click Here to View Result এ ক্লিক করুন। 

৩) পরবর্তী পেজে রোল নাম্বার ও নাম উল্লেখ করে Search Result এ ক্লিক করুন। 

৪) এরপর দেখে নিন 2nd SLST রেজাল্ট। 

WBSSC 2nd SLST Result Check Link:- Click Now




Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন