বাড়িতে আরশোলার উৎপাত ? তাড়ান এক চামচ চিনিতে, জানুন কীভাবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাপের চেয়েও মহিলারা আরশোলা দেখলে বেশি ভয় পান! আপাত দৃষ্টিতে আরশোলাকে সামান্য পোকা মনে হলেও এটি কিন্তু অত্যন্ত ক্ষতিকর-বিপজ্জনক!

আরশোলা ময়লা আবর্জনা থেকে উঠে আপনার ঘরময় ঘুরে বেড়ায়, খাবার-দাবারের উপর হেঁটে চলে রোগ-জীবানু ছড়ায়। ওই খাবার খেলে নানা রোগ-ভোগের ঝুঁকি বেড়ে যায়।

নানা রকম রোগ-ব্যাধির জীবানু ছড়ায় এই আরশোলার থেকেই। তাই সুস্থ থাকতে ঘর-বাড়িকে আরশোলা মুক্ত করা অত্যন্ত জরুরী!

বাড়িকে আরশোলার-মুক্ত করতে অনেকেই বাজারে উপলব্ধ নানা রকম রাসায়নিক মিশ্রিত দামি স্প্রে, তেল ইত্যাদি ব্যবহার করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও বাড়িতে আরশোলার উপদ্রব কিন্তু রয়েই যায়।

তাহলে বাড়ি-ঘর কী করে আরশোলা-মুক্ত করবেন? চলুন জেনে নেওয়া যাক বাড়ি-ঘর আরশোলা-মুক্ত করার অব্যর্থ কয়েকটি উপায়…

আরও পড়ুন:- সস্তায় ইলেকট্রিক স্কুটি আনছে জিও। 1 টাকায় ছুটবে 2 কিমি! আর কী কী সুবিধা থাকছে ?

বোরিক পাউডার একধরণের অ্যাসিডিক উপাদান। আরশোলার উপদ্রব কমানোর ক্ষেত্রেও বোরিক পাউডারের ব্যবহার করা চলে।

আরশোলা তাড়ানোর সবচেয়ে সহজ-সস্তা উপাদান হল তেজপাতা। তেজপাতার গন্ধ আরশোলা মোটেই সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন। ফল পাবেন হাতেনাতে।

চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে বাড়ির সমস্ত কোনায় কোনায় ছড়িয়ে দিন। চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হয়ে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মারা পড়বে।

১ চামচ বোরিক আর কোকো পাউডারের সঙ্গে ২ চামচ আটা-ময়দা একসঙ্গে মিশিয়ে বাড়ির সমস্ত কোনায় ছড়িয়ে দিন। আরশোলা কোকো পাউডারের গন্ধে আকৃষ্ট হয়ে বোরিক পাউডার খেয়ে মারা পড়বে।

আরও পড়ুন:- ১ ও ২ টাকার কয়েন বাতিল? দেখুন RBI এর নির্দেশিকা

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন