Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাপের চেয়েও মহিলারা আরশোলা দেখলে বেশি ভয় পান! আপাত দৃষ্টিতে আরশোলাকে সামান্য পোকা মনে হলেও এটি কিন্তু অত্যন্ত ক্ষতিকর-বিপজ্জনক!
আরশোলা ময়লা আবর্জনা থেকে উঠে আপনার ঘরময় ঘুরে বেড়ায়, খাবার-দাবারের উপর হেঁটে চলে রোগ-জীবানু ছড়ায়। ওই খাবার খেলে নানা রোগ-ভোগের ঝুঁকি বেড়ে যায়।
নানা রকম রোগ-ব্যাধির জীবানু ছড়ায় এই আরশোলার থেকেই। তাই সুস্থ থাকতে ঘর-বাড়িকে আরশোলা মুক্ত করা অত্যন্ত জরুরী!
বাড়িকে আরশোলার-মুক্ত করতে অনেকেই বাজারে উপলব্ধ নানা রকম রাসায়নিক মিশ্রিত দামি স্প্রে, তেল ইত্যাদি ব্যবহার করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও বাড়িতে আরশোলার উপদ্রব কিন্তু রয়েই যায়।
তাহলে বাড়ি-ঘর কী করে আরশোলা-মুক্ত করবেন? চলুন জেনে নেওয়া যাক বাড়ি-ঘর আরশোলা-মুক্ত করার অব্যর্থ কয়েকটি উপায়…