Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : গোটা বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ময়লা যদি কোথাও থাকে তা হল বাথরুমে। কিন্তু বাড়ির বাথরুমটি সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা জরুরী। টাইলসের সবচেয়ে বড় সুবিধা হল এতে চট করে দাগ পড়ার সম্ভাবনা থাকে না। যত্নের অভাবে টাইলসে দাগ পরে, যা দেখতে ভাললাগে না। কয়েকটি সহজ উপায় মেনে চললে সহজেই টাইলসের দাগ তুলে ফেলতে পারেন। দেখুন একনজরে ——
১. ভিজে নয় বরং শুকনো খটখটে বাথরুম পরিষ্কার করা সবচেয়ে সহজ। শুকনো কাপড়ে ভাল করে মেঝে পরিষ্কার করে মুছে নিন।
২. বেকিং সোডা টাইলসের দাগ তুলতে বিশেষভাবে সাহায্য করে। জেদীর থেকে জেদী দাগও বেকিং সোডা তুলে ফলতে পারে। তৈরি করতে হবে এক সহজ সলিউশন।
ঈষদ উষ্ণ জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। দুটোই যেন সমপরিমাণ হয়। দাগের ওপর টয়লেট ক্লিনার ব্রাশ দিয়ে এই মিশ্রণটি ঘষে ঘষে লাগান। টাইলসের ওপর ২০ মিনিট মতো রেখে জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার করলে কড়া দাগও উঠে যাবে।
৩. সমপরিমাণ ভিনিগার, নুন, লেবুর রস এবং বেকিং সোজা খুব ভাল করে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। বাথরুমের মেঝে এবং দেওয়ালের টাইলসে খুব ভাল করে স্প্রে করে নিয়ে ১ ঘণ্টা রেখে দিন। শুকনো তোয়ালে দিয়ে বাথরুম মুছে নিন।
৪. বাথরুমে লোহার বালতি রাখলে একটা বাদামী দাগ পড়ে যায়। বেসিনেও অনেকসময়ে জলের আয়রন থাকলে বাদামী দাগ পড়ে যায়। দাগ মেটাতে বাসন মাজার লিক্যুইড সাবানের সঙ্গে ভিনিগার মিশিয়ে মিশ্রণটি দিয়ে বাথরুম পরিষ্কার করন। নিমেষে ঝকঝকে হয়ে যাবে বাথরুম ও বেসিন।
৫. বাটিতে গরম জল, লিক্যুইড ডিশ ওয়াশ সোপ- ভালো করে মিশিয়ে নিয়ে, স্পঞ্জের সাহায্যে প্রথমে টাইলস মুছে ফেলুন। টাইলস একেবারে শুকিয়ে নিন। নরম কাপড়ে টুথপেস্ট নিয়ে টাইলসের দাগের ওপর ঘষতে থাকুন। খুব সহজেই টাইলসের দাগ তুলে ফেলা সম্ভব।
৬. ব্লিচিং পাউডার দাগ দূর করার ক্ষেত্রে বহু পুরনো একটি উপকরণ। এতে করে দাগ খুব তাড়াতাড়ি উঠে যায়। ৩ ভাগ জলের সঙ্গে ১ ভাগ ব্লিচিং পাউডার খুব ভাল করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি নিয়ে টাইলস মুছলে দাগ চটজলদী উঠে যাবে।
৭. শুধু দাঁতই নয়, টাইলসের চকচকেভাব অটুট রাখতে পাতিলেবুর রস আর নুনের মিশ্রণ কিন্তু দারুণ কাজ করে। মিশ্রণে সামান্য পরিমাণে জল মিশিয়ে নিতে পারেন। দাগের ওপর ১৫ মিনিট মতো ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
তবে মনে রাখবেন টাইলের ওপর কোনও শক্ত ব্রাশ কখনওই ব্যবহার করবেন না। টাইলসের ধরন বুঝে ব্রাশ ব্যবহার করা ভাল।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল