
Mobikwik Instant Personal Loan
ওয়ান মোবিকুইক সিস্টেমস লিমিটেড সংস্থা তথা (Mobikwik) সম্প্রতি লোনের ঘোষণা করেছে। এই বিষয়ে বলা যায়, এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানটি পুনাওয়ালা ফিনকর্পের সঙ্গে কাজ করবে যৌথভাবে। যার মাধ্যমে গ্রাহকরা পাবেন ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। সুবিধা পাবেন সাধারণ মানুষ।
এই লোন পরিচালনা করে থাকে মূলত সাইরাস পুনাওয়ালা গ্রুপ। এই নতুন কোলাবরেশনের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয়রা গ্রাহকদের জন্য মোবিকুইকের (Mobikwik) EMI প্রক্রিয়ার সুবিধে পাবেন। তাঁরা সহজ প্রক্রিয়ায় বড় অঙ্কের পার্সোনাল লোন নিতে পারবেন। মোবিকুইক অ্যাপ ব্যবহারকারীরা সারা ভারত জুড়ে মোটামুটি ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকার ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নিতে পাবেন। আর এই লোন পরিশোধের জন্য জিপ ইএমআই য়ের সুবিধে পাবেন তাঁরা।
আরও পড়ুন:- GST-তে বড় বদলের সিদ্ধান্ত, কী কী পণ্যে দাম কমতে পারে? কোন পণ্যে বসবে ৪০% কর? জানুন