বিগ বসের ধাঁচে ওটিটিতে নয়া রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  রিয়েলিটি শো হিসাবে জনপ্রিয় হয়েছে ‘বিগ বস’ ৷ এবার তেমনই আর এক রিয়েলিটি শো আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ শোয়ের নাম ‘হাউস অ্যারেস্ট’ ৷ ড্রামা, বিনোদনের পাশাপাশি থাকছে লড়াই-মজাদার ট্যুইস্ট ৷ শোয়ের সঞ্চালক আজিজ খান ৷ মজার বিষয় হল, এই শোয়ে প্রতিযোগী হিসাবে রয়েছেন নয়জন মেয়ে ও তিনজন ছেলে ৷ এক ছাদের তলায় এদের কাণ্ড কারখানা কেমন হয়, তা নিয়েই সেজেছে রিয়েলিটি শোয়ের চিত্রনাট্য ৷

এই প্রতিযোগিতায়, নয়জন মহিলাকে তিন পুরুষের মনোযোগ এবং সুরক্ষার জন্য প্রাণপণ লড়াই করতে হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে ৷ এই খেলায় তিন পুরুষের লাইফলাইন হবেন খেলায় অংশগ্রহণকারী মেয়েরাই ৷ যদি সেই পুরুষ প্রতিযোগী কোনও মেয়েকে হারিয়ে ফেলেন তাহলে তারও লাইফলাইন শেষ হয়ে যাবে ৷ খেলায় টিকে থাকার জন্য, প্রতিযোগীদের অবশ্যই বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ৷ চূড়ান্ত পুরস্কার কেবলমাত্র একজন প্রতিযোগীর হাতেই উঠবে ৷

আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।

শোয়ের সঞ্চালক আজিজ খান বলেন, “আমার জীবনের প্রথম রিয়েলিটি শো করার জন্য উত্তেজিত ৷ এই রিয়েলিটি শো হতে চলেছে মজাদার, উত্তেজনাময় ৷ সব রিয়েলিটি শোয়ের বাবা এই শো ৷ দর্শকরা এই শো দেখে চমকে যাবেন ৷” এই শো দেখা যাবে Ullu অ্যাপে ৷ রাজেশ ত্রিপাঠি বলেন, “আমরা আমাদের দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি ৷ আমরা আগামী মাসগুলিতে এই ধরণের আরও ফর্ম্যাট নিয়ে আসব ৷ আজাজ খানের মতো একজন দুর্দান্ত উপস্থাপক এবং প্রতিযোগীদের একটি অবিশ্বাস্য দল নিয়ে, আমরা দর্শকদের উন্মাদনা অনুভব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷ খুব শীঘ্রই হাউস অ্যারেস্ট 2-এর কাজ শুরু করব!” ইতিমধ্যেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে এই রিয়েলিটি শো দেখতে পাবেন দর্শকরা ৷

আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন