বিবাহিতা মেয়েকে যৌন হেনস্তা ! গ্রেপ্তার বাবা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নিজের বিবাহিতা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানা এলাকার সালামপুর গাঙ্গি গ্রামে। মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে বাহাদুরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

জানা গিয়েছে, বছরখানেক আগে অভিযুক্ত বাবা বিয়ে দিয়েছেন মেয়েকে। বিয়ের পর থেকে সে বাপের বাড়িতেই ছিল। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বাবা তাঁর বিবাহিত মেয়ের সঙ্গে অশোভন আচরণ করছিলেন। গতকাল মেয়েকে বাড়িতে একা পেয়ে বলপূর্বক যৌন নির্যাতন চালায় বাবা। মেয়েটির মা বাড়িতে ফিরলে সবটা জানায় নির্যাততা। এরপরেই মানসিক বিকারগ্রস্ত বাবার বিরুদ্ধে বাহাদুরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাততা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশকে সহায়তা করেন নির্যাততার মা তথা অভিযুক্তের স্ত্রী। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার ধৃতকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন