বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, দ্রুত আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : সম্প্রতি মনিপুর ইউনিভার্সিটি তরফ থেকে প্রকাশিত হলে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম স্নাতক পাস যোগ্যতায় রিসার্চ আসিস্ট্যান্ট ও ফিল্ড ইনভেস্টিগেটর পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে মনিপুর, মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : Manipur University

পোষ্ট তারিখ (Post Date) :

উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তি টি মনিপুর ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 21.04.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে মোট 2 ধরনের পদে। সেগুলি হলো –

  1. Research Assistant (RA)
  2. Field Investigator (FI)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

লাইব্রেরিও ইনফরমেশন সাইন্স নিয়ে অন্ততপক্ষে 55 শতাংশ নম্বরের সঙ্গে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে রিচার্জ এসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে এবং ফিল্ড ইনভেস্টিগেট এর পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ওপরে উল্লেখিত যোগ্যতা থাকতে হবেই। এর পাশাপাশি ফিল্ড ফার্মে বিষয়ে পূর্ব অভিজ্ঞতা ও মাইক্রোসফট এক্সেল এর সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে গভীরভাবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষত শ্রেণীর জাতিপ্রার্থীরা নিজেদের চাকরির জন্য এখানে আবেদন জানাবেন, তারা সরকারি নিয়ানো যায় বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 20,000 টাকা থেকে 37,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদের সংখ্যা হলো 2টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের শুধুমাত্র অনলাইনে ইমেল এর মাধ্যমে আবেদন করতে হবে সমস্ত রকম বিষয় নিয়ে। তারপর সেটাকে নিচে দেওয়া ইমেইল আইডিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে এবং অফিসের ঠিকানায় সমস্ত রকম ডকুমেন্টস এর হার্ড কপি পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ইমেইল আইডি (Email ID for Application Submission) :

চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদনপত্র পাঠাবে নিচে দেওয়া এই ইমেইল আইডি তে –

[email protected]

আবেদন পাঠানোর ঠিকানা (Application Submission Address) :

চাকরিপ্রার্থীদের Email এর মাধ্যমে আবেদন করার পর নিচে দেওয়া ঠিকানাতে হার্ডকপি দিতে হবে সমস্ত ডকুমেন্টস এর –

Dr. Dalip Singh, Room No – 348,
Department of Library and Information Science,
2nd Floor, New Sciences Block, Manipur University,
Camchipur, Imphal – 795003

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন