বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বন্ধ হবে ! এই কাজটি না করলে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেশজুড়ে বার্ধক্যভাতার ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রবীণ নাগরিকদের সরকারি ভাতা পেতে হলে দিতে হবে ‘লাইফ সার্টিফিকেট’। অর্থাৎ, উপভোক্তা জীবিত রয়েছেন— এ তথ্য প্রমাণিত না হলে বন্ধ হতে পারে ভাতা প্রদান।

বর্তমানে জাতীয় স্তরের ‘ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (NSAP)-এর অধীনে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের নিজস্ব ‘জয় বাংলা’ প্রকল্প। এখানে ৬০ থেকে ৮০ বছর বয়সিদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয়।

এর মধ্যে কেন্দ্র দেয় মাত্র ৩০০ টাকা, বাকি ৭০০ টাকার দায়িত্ব রাজ্যের। ৮০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে রাজ্য দেয় ভাতার অর্ধেকেরও বেশি অংশ।

তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে বার্ধক্যভাতাপ্রাপ্তদের সংখ্যা প্রায় ২০ লক্ষ ৫০ হাজার। রাজ্যের মোট উপভোক্তা সংখ্যা এক কোটির বেশি।

কেন্দ্রীয় সরকার চাইছে, এনএসএপি-র আওতায় থাকা সমস্ত প্রবীণ নাগরিক যেন প্রতিবছর নিজ নিজ জীবনপ্রমাণপত্র জমা দেন। এতে যেমন সরকারি খরচে স্বচ্ছতা আসবে, তেমনই বন্ধ হবে মৃতদের নামে অকারণে ভাতা প্রদান।

নতুন এই ব্যবস্থার জন্য কেন্দ্র একটি বিশেষ অ্যাপ চালুর প্রস্তুতি নিচ্ছে, যাতে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব হয়।

দক্ষিণ ভারতের একটি রাজ্য এবং ঝাড়খণ্ডে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই অ্যাপ চালু করা হয়েছে। কেন্দ্রের একাধিক ভার্চুয়াল বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে এবং শীঘ্রই তা দেশজুড়ে প্রয়োগ হতে পারে বলে খবর।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন