Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হঠাৎ করেই ভাঙা পড়ল ‘ব্যাটল অফ গলওয়ান’-এর সেট। তাও আবার লরেন্স বিশ্নোইয়ের হুমকির পর দিনই। যা নিয়ে হঠাৎ করেই জলঘোলা শুরু হয়েছে। এই ঘটনার পিছনে আসল কারণটা কী?
‘সিকান্দার’-এর ব্যর্থতার পর সলমন খান আদা-জল খেয়ে লেগে রয়েছেন তাঁর আসন্ন ছবি নিয়ে। এই ছবির জন্য নিজেকে আলাদা করে তৈরি করেছেন ভাইজান। এই ছবি নিয়ে প্রায় দিনই নতুন নতুন আপডেট থাকে। চর্চাও চলে বিস্তর। সম্প্রতি জানা গিয়েছে, এই মাসের শেষের দিকে লাদাখে ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিং শুরু করবেন নির্মাতারা।
লাদাখেই নির্মাতারা শুটিং শুরু করতে চাইছেন বলে, এই ছবির জন্য মুম্বইয়ের শিডিউল বন্ধ করে দিয়েছেন। আর সলমনও লাদাখে উড়ে যাবেন শুটিংয়ের জন্য। এর আগে শোনা গিয়েছিল যে, অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির প্রথম পর্যায়ের শুটিং হবে বান্দ্রার মেহবুব স্টুডিয়োতে। এর জন্য জুলাই মাসে একটি সেটও তৈরি করা হয়েছিল, যেটা সম্প্রতি ভাঙা হয়েছে। যদিও নির্মাতাদের তরফে জানানো হয়, শৈল্পিক কারণেই এই পরিবর্তন।
ছবির শুটিং শুরু হবে লাদাখে
‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিং লাদাখে ২২ অগস্ট থেকে শুরু হবে। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে মুম্বইয়ের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। মিড-ডে-র এক প্রতিবেদন অনুসারে, এটি একটি সৃজনশীল সিদ্ধান্ত। প্রযোজকরা সরাসরি অ্যাকশন দৃশ্য দিয়ে শুটিং শুরু করতে চান। তাছাড়া, সলমনের লুকও আলাদা, এবং চিত্রনাট্যের ধারাবাহিকতা বজায় রেখে শুটিং করতে চান পরিচালক। তাই, আপাতত, মুম্বইয়ের শুটিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত।
মুম্বইতে সিনেমার সেট প্রস্তুত
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বান্দ্রার সেট, যা প্রাথমিক শুটিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল, এখন ভেঙে ফেলা হচ্ছে। শুটিংয়ের শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কোনও সিকোয়েন্স, যেমন গান বা প্যাচওয়ার্ক শট, মুম্বইতে চিত্রায়িত হবে কিনা! ২০২০ সালের জুনে সংঘটিত ভারত-চীন সামরিক যুদ্ধ নিয়ে এই ছবি। এই যুদ্ধে মারা গিয়েছিল ভারতের ২০ জন সেনা। এই ঘটনাকে অবলম্বন করেই ছবিটি তৈরি হবে। সলমন খান ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করবেন, যিনি যুদ্ধের সময় সাহসিকতার জন্য ২০২১ সালে মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত হন।
নতুন কী হুমকি দেন বিশ্নোই?
শুক্রবারই বিশ্নোইয়ের তরফে একটি অডিয়ো ক্লিপিং প্রকাশ্যে আনা হয়। সেখানে তিনি হুমকি দিয়েছেন, সলমনের সঙ্গে কোনও প্রযোজক-পরিচালক কাজ করলে, তাঁর মৃত্যুর দায় বহন করতে হবে তাঁকেই। আর তাঁর কথা না শুনলে গুলি করে হত্যা করা হবে সেই পরিচালক বা প্রযোজককে।
আরও পড়ুন:- এক ধাক্কায় বাদ ৬৮ লক্ষ অ্যাকাউন্ট, বড় পদক্ষেপ Whatsapp-এর
আরও পড়ুন:- 26 হাজার চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, জেনে নিন