ভারতকে পরমাণু হুঁশিয়ারি পাকিস্তানের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এবার আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু হুঁশিয়ারি পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের (Pak Army Chief Asim Munir’s Nuclear Threat)। মনে করিয়ে দিলেন, তাঁরা পরমাণু শক্তিধর দেশের বাসিন্দা। নিজেদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হতে পারেন।

আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ

সম্প্রতি আমেরিকা (US) সফরে গিয়েছেন মুনির (Asim Munir)। পাকিস্তানে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এবং পরবর্তী দুই দেশের সংঘাতের পর এনিয়ে দ্বিতীয়বার আমেরিকায় গেলেন তিনি। সেখান থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান। ১০টি মিসাইল দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন মুনির। ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। গিয়ে সেখান থেকে বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’ পর্যবেক্ষকদের মতে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনও দেশকে এরকম পরমাণু হুঁশিয়ারির নজির বিরল। পাশাপাশি, ভারতের সঙ্গে সিন্ধু জলবন্টন নিয়েও নানা কথা বলেন মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, ভারত বাঁধ তৈরি করুক। হয়ে গেলেই ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা গুঁড়িয়ে দেওয়া হবে। পাক সেনা প্রধানের দাবি, ‘সিন্ধু ওদের পৈতৃক সম্পত্তি নয়। ক্ষেপণাস্ত্রের কোনও অভাব আমাদের নেই।’

প্রসঙ্গত, পাকিস্তানের তরফে ভারতকে হুঁশিয়ারি এই প্রথম নয়। এর আগেও সিন্ধু জলচুক্তি নিয়ে একাধিক হুঁশিয়ারি এসেছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছিলেন, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না।

আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন